মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শেষ হয়েছিল তিন দিনেই। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টটাও শেষ হলো তিন দিনে। প্রথম দিন অলআউট হয়ে গিয়েছিল দুই দল। দ্বিতীয় দিন শেষে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ৭৬ রান করে। ফলে আজ (সোমবার) তাদের জিততে হলে আরও ১৭৮ রান করতে হতো। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৬ উইকেট। মুলতানের ‘বধ্যভূমি’তে স্পিন ঘূর্নিতে তৃতীয় দিনের শুরুতেই শেষ পর্যন্ত ১২০ রানে হার মানতে হয় পাকিস্তানকে।
আর এই জয়ের মধ্যে দিয়ে ৩৫ বছরের খরা কাটিয়েছে ক্যারিবীয়রা। পাকিস্তানের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট জিতেছে ৪টি। এর সবশেষটি ১৯৯০ সালে ফয়সালাবাদে। অবশেষ মুলতান টেস্ট জিতে দীর্ঘ সেই খরা কাটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বিজ্ঞাপন
দ্বিতীয় দিনে চতুর্থ ইনিংসে ২৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭১ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ৭৬ রানে দিনের খেলা শেষ করে পাকিস্তান। আজ তৃতীয় দিনে খেলতে নেমে। ক্রিজে টিকে থাকা সাউদ শাকিল ফিরেছেন সাতসকালেই। ৩০ বলে ১৩ রান করে বিদায় নেন শাকিল।
কাশিফ আলীও টেকেননি বেশিক্ষণ। ১২ বলে ১ রান করে বিদায় নেন তিনি। ৭৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে প্রচন্ড চাপে পড়ে যায় পাকিস্তান। এরপর মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আঘা মিলে প্রতিরোধের চেষ্টা চালিয়েছেন।
৩৩ বলে ১৫ রান করা আঘাকে ফিরিয়েছেন জোমেল ওয়ারিক্যান। রিজওয়ান টিকে ছিলেন। বেশিক্ষণ টিকতে পারেননি যদিও। ৬২ বলে ২৫ রান করা রিজওয়ান ফিরেছেন দলের ১২২ রানের মাথাতে। বাকি ব্যাটাররাও প্রতিরোধ গড়তে পারেননি আর। তাতে ১৩৩ রানে থামে পাকিস্তানের ইনিংস। এতে ১২০ রানের জয় পায় ক্যারিবিয়ানরা।

