বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

জভেরেভকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট ধরে রাখলেন সিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আজ মুখোমুখি হয়েছিলেন আলেক্সান্ডার জভেরেভ ও ইয়ানিক সিনার। শিরোপার লড়াইয়ে আজ সিনারের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি জভেরেভ। টানা তিন সেটে জভেরেভকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন ইতালিয়ান তারকা সিনার।

শিরোপার লড়াইয়ে আজ জভেরেভকে ৬-৩, ৭-৬, ৬-৩ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন সিনার। ইতালিয়ান তারকা জিতলেন নিজের ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। 


বিজ্ঞাপন


২০২৪ সালেও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সিনার। এরপর গত বছর ইউএস ওপেনেও শিরোপা জিতেছিলেন সিনার। টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ইতালিয়ান এই তারকা।  

বছরের প্রথম এই গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে বেন শেলটনকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন সিনার। অন্যদিকে সেমিতে জভেরেভ মুখোমুখি হয়েছিলেন নোভাক জোকোভিচের। তবে প্রথম সেটে হারার পরই ইনজুরির কারণে জোকোভিচ ওয়াক আউট করলে বিজয়ী হয়ে ফাইনালে ওঠেন জভেরেভ। 

তবে ফাইনালে শিরোপার স্বপ্নভঙ্গ হলো জভেরেভের। প্রথম সেটে হারের পর আর ঘুরে দাড়াতে পারেননি জার্মান এই তারকা। এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখার মাধ্যমে এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সিনার। টেনিসের ইতিহাসে পঞ্চম খেলোয়াড় হিসেবে হার্ডকোর্টে টানা তিনটি শিরোপা জিতলেন ইতালিয়ান এই তারকা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর