সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুলতানের বধ্যভূমিতে একদিনেই নেই ২০ উইকেট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

মুলতানের বধ্যভূমিতে একদিনেই নেই ২০ উইকেট

ঘরের মাঠে পাকিস্তান দুই টেস্টের সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মুলতানে প্রথম ম্যাচটি শেষ হয়েছিল আড়াই দিনেই। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে আজ। তবে দুই দলের এই ম্যাচটি তিন দিনে গড়াবে কি না তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে, কেননা ফের স্পিনবান্ধব পিচে তাণ্ডব চালিয়েছেন স্পিনাররা। নোমান আলির পর জোমেল ওয়ারিকান- এদুজনই নিয়েছেন ১০ উইকেট, সব মিলিয়ে প্রথম দিনেই পড়েছে ২০ উইকেট।

আগে ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানি স্পিনারদের ঘূর্ণিঝড়ের সামনে পড় ওয়েস্ট ইন্ডিজ। সাজিদ খান-আবরার আহমেদ আর নোমান আলির স্পিনবিষে নীল হয়ে ওঠতে শুরু করেন ক্যারিবীয় ব্যাটাররা। তবে প্রলয়ংকারী ঝড় চালিয়েছেন নোমান একাই।


বিজ্ঞাপন


প্রথম ইনিংসে নোমান নিয়েছেন ৬ উইকেট। ৬ উইকেট নেওয়ার পথে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার রেকর্ডও গড়েছেন নোমান। এছাড়া সাজিদ খান ২ উইকেট ও কাশিফ আলী এবং আবরার নিয়েছেন একটি করে উইকেট। তাতে ১৬৩ রানেই অল আউট হয় পাকিস্তান।

395409

এদিকে ক্যারিবীয়রা অল্প সংগ্রহ গড়ে অল আউট হওয়ার পর ব্যাত করতে নেমে পাকিস্তানের ব্যাটিং পারফর্ম্যান্স হয়েছে আরও বাজে। শান মাসুদ, বাবর আজমরা দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। ৫১ রানে ৪ উইকেট হারানো দলটির হাল ধরেছিলেন মোহাম্মদ রিজওয়ান।

তবে ফিফটির দেখা পাননি রিজওয়ান, ৪৯ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। রিজওয়ান ছাড়াও পাকিস্তানের আরও ৩ ব্যাটার আউট হয়েছেন জোমেল ওয়ারিকান এর স্পিন ঘূর্ণিতে। এছাড়া কেমার রোচ ২টি ও গুদাকেশ মোতি নিয়েছেন ৩ উইকেট। পাকিস্তানও অল আউট হয় ১৫৪ রানে, ফলে ৯ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামবে ক্যারিবীয়রা।   

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর