ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আধিপত্য করেই জিতেছে পাকিস্তান। মুলতানের বধ্যভূমিতে নোমান আলী-সাজিদ খানদের স্পিনবিষে নীল হয়ে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল ক্যারিবীয়দের। সিরিজের দ্বিতীয় টেস্টে আজ মাঠে নেমেছে দুই দল যেখানে প্রথম দিনেই আবার নোমান আলীর স্পিন ঘূর্ণিতে বিপর্যস্ত হতে হয়েছে ক্রেগ ব্রাফেটদের। আর সফরকারীদের অলআউট করার দিনে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে রেকর্ড গড়েছেন নোমান আলী।
পাকিস্তানের হয়ে লাল বলের ক্রিকেটে সর্বপ্রথম হ্যাটট্রিক করেছিলেন ওয়াসিম আকরাম। এছাড়া আব্দুল রাজ্জাক, মোহাম্মদ সামি, নাসিম শাহও এর আগে হ্যাটট্রিক করেছেন। আজ পাকিস্তানের টেস্ট ইতিহাসে প্নচম বোলার হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন নোমান।
বিজ্ঞাপন
তবে নোমানের হ্যাটট্রিকের মাহাত্ম্য এখানে নয়। পাকিস্তানের টেস্ট ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে রেকর্ড গড়লেও, এর আগের চারজনই ছিলেন পেসার। অর্থাৎ, পাকিস্তানের ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে আজ লাল বলের ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন নোমান।
নোমান আলী-সাজিদ খানদের তোপে আজ ব্যাট করতে নেমেই ৬ উইকেট হারিয়ে ধুকছিল ওয়েস্ট ইন্ডিজ। স্কোরলাইন যখন ৭-৩৮ তখন ১২তম ওভারের প্রথম বলেই জাস্টিন গ্রিভসকে সাজঘরের পথ দেখান নোমান।
এরপরের দুই বলে একে একে নোমানের বলে আউট হন টেভিন ইমলাচ ও কেভিন সিনক্লেয়ার। আর তাতেই ইতিহাস গড়েন নোমান।

