শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

সেমিফাইনাল থেকে জোকোভিচের অনাকাঙ্ক্ষিত বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:২৪ এএম

শেয়ার করুন:

loading/img

ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ডস্লাম শিরোপার লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নেমেছিলেন নোভাক জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে শক্ত প্রতিপক্ষ কার্লোস আলকারাজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন তিনি। ফাইনালের টিকিট নিশ্চিতের ম্যাচে আজ খেলতে নেমেছিলেন আলেক্সান্ডার জেভরেভের বিপক্ষে। তবে শেষ চারের এই ম্যাচ থেকেই অনাকাঙ্ক্ষিতভাবে বিদায় নিতে হয়েছে তাঁকে।

জেভরেভের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলছিলেন জোকোভিচ। তবে জেভরেভও লড়েছেন সমান তালেই। প্রথম সেট নিজের করে নিতে দুজনই কঠিন লড়াই করছিলেন। টাইব্রেকারে শেষ পর্যন্ত সেটটি নিজের করে নেন জেভরেভই। 


বিজ্ঞাপন


এদিকে প্রথম সেট শেষ হওয়ার পরই জেভরেভের দিকে হাত মেলানোর জন্য এগোতে থাকেন জোকোভিচ। প্রথম সেট শেষ হতে না হতেই ম্যাচ থেকে ওয়াকওভার নেন ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ী সার্বিয়ান এই তারকা। চোটের কারণেই ম্যাচটি আর খেলেননি তিনি। 

GiCKZl-XgAAAAcG

কোয়ার্টার ফাইনালে আলকারাজের বিপক্ষে ম্যাচেও উরুর চোট নিয়ে অস্বস্তিতে ছিলেন জোকার। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচ জয় ছিনিয়ে নিতে পেরেছিলেন তিনি। তবে আজ আর পারেননি জোকোভিচ। 

এদিকে জোকোভিচ ওয়াকওভার নেওয়ায় ফাইনাল নিশ্চিত হয়েছে জেভরেভের। এটিই হতে চলেছে তাঁর তৃতীয় গ্র্যান্ডস্লাম ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেনে এবারই প্রথম ফাইনাল খেলবেন জোকোভিচ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর