বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাকি ১ রাউন্ড, কে উঠবে চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগীতার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপ সেরার এ প্রতিযোগীতা এবার অনুষ্ঠিত হচ্ছে নতুন ফরম্যাটে যেখানে লিগ পর্বে খেলছে ৩৬টি দল। প্রতি দলের ৮ ম্যাচের খেলা শেষে পয়েন্ট তালিকার প্রথম ২৪টি দল নিশ্চিত প্লে অফ খেলবে। এই ২৪ দলের প্রথম ৮টি সরাসরি নক আউট পর্ব শেষ ষোলোতে খেলবে। বাকি ১৬ দল খেলবে প্লে অফ, প্লে অফ শেষে এই ২৬ দলের ৮টি যোগ দেবে শেষ ষোলোতে।

এরই মধ্যে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের প্রথম ৭ রাউন্ডের খেলা শেষ। বাকি আছে আর ১ রাউন্ড। তাই কোন ৮ দল সরাসরি নক আউট পর্বের খেলার টিকিট নিশ্চিত করছে, কাদেরই বা খেলতে হবে প্লে অফ, আর কোন দলগুলো বাদ পড়ছে তা জানতে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই।


বিজ্ঞাপন


চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্বের খেলা হবে আগামী ২৯ জানুয়ারি। এর আগ পর্যন্ত সরাসরি নক আউট পর্বে খেলা নিশ্চিত হয়েছে কেবল ২ দলের। লিভারপুল এবং বার্সেলোনা আছে পয়েন্ট তালিকায় ১ ও ২ নম্বরে, এই দুই দলই এখনো পর্যন্ত সরাসরি নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে।

এদিকে নক আউট পর্বে সরাসরি খেলা এখনো নিশ্চিত করতে না পারলেও অন্তত প্লে অফে খেলা নিশ্চিত হয়েছে আর্সেনাল, আতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, জুভেন্টাসের মত ১৬টি দলের। এই দলগুলো হলো আর্সেনাল, অ্যাস্টন ভিলা, আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ব্রেস্ত, সেল্টিক, বরুসিয়া ডর্টমুন্ড, ফেইনুর্ড, ইন্টার মিলান, জুভেন্টাস, লেভারকুসেন, লিল, এসি মিলান, মোনাকো ও রিয়াল মাদ্রিদ।

champions-league-table

এদিকে হাতে যখন বাকি এক রাউন্ডের খেলা তখন বিপদে আছে ম্যানচেস্টার সিটির মত দল। গতকাল পিএসজির কাছে হেরে সেরা ২৪ এর বাইরে চলে গেছে দলটি। প্লে অফে খেলতে পারবে কি না তা জানা যাবে শেষ রাউন্ডের খেলার পর। এদিকে সিটিকে হারালেও এখনো প্লে অফ নিশ্চিত হয়নি পিএসজিরও।


বিজ্ঞাপন


আর ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা,স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ- এই দলগুলোর।   

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর