বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ খেলা আজ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হতে যাচ্ছে আসরে দুর্দান্ত ফর্মে থাকা রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী। আটটিতেই জিতে নুরুল হাসান সোহানের দল প্লে-অফে ইতোমধ্যেই পা রেখে দিয়েছে। অপরদিকে ৯ ম্যাচে মাত্র তিনটিতে জিতে রাজশাহীর পয়েন্ট টেবিলে আছে ষষ্ঠ অবস্থানে। ফলে প্লে অফে দৌড়ে টিকে থাকতে জয় দরকার তাসকিন আহমদের, অন্যদিকে আজকের ম্যাচ জিতই সেরা দুইয়ে নিজেদের জায়গা পাকা করতে চায় রংপুর। এমন ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সোহান।
অধিনায়ক বদলেও অবশ্য ভাগ্য বদল হয়নি। বরং লজ্জার হারে লিগ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় আছে রাজশাহী। আজ রংপুরকে হারাতে না পারলে প্লে-অফের সম্ভাবনা এক প্রকার শেষ হয়ে যাবে তাদের। তাই একাদশে তিন পরিবর্তন নিয়ে এসেছে রাজশাহী। আগের ম্যাচে মিগুয়েল কামিন্স বদলে একাদশে জায়গা করে নিলেন শফিউল ইসলাম।
বিজ্ঞাপন
আর জিসান আলম এই ম্যাচে খেলছেন না, তার জায়গায় খেলছেন সাব্বির হোসেন। এছাড়া মার্ক দেয়ালকেও বাদ দিয়েছে রাজশাহী, তার জায়গায় খেলছেন এসএম মেহরব। দলে মোট দুজন বিদেশি তাদের। অপরদিকে রংপুর এনেছে দুটি পরিবর্তন। একাদশে ফিরেছেন দলটির নিয়মিত পেসার নাহিদ রানা। গত ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। এছাড়া রংপুরের হয়ে মৌসুমের প্রথম ম্যাচ খেলবেন ইরফান শুক্কুর।
রংপুর রাইডার্স একাদশ: স্টিভেন টেইলর, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক/উইকেটকিপার), ইরফান শুক্কুর, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, আকিফ জাভেদ, নাহিদ রানা ও রাকিবুল হাসান।
দুর্বার রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস, এনামুল হক বিজয়, রায়ান বার্ল, ইয়াসির আলি, আকবর আলী (উইকেটকিপার), সাব্বির হোসেন, এসএম মেহরাব, তাসকিন আহমেদ (অধিনায়ক), সানজামুল ইসলাম, মোহর শেখ ও শরিফুল ইসলাম।

