বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

খুদেভক্তের প্ল্যাকার্ড দেখে লিটনের আবেগী বার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

বিপিএলের এবারের আসরের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচেই বাজে এক অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছিল লিটন দাসকে। বাউন্ডারি লাইনের কাছে যখন তিনি ফিল্ডিং করছিলেন তখন তাঁকে উদেশ্য করে দুয়ো দিয়েছিল সমর্থকরা। দর্শকদের এমন ব্যবহার উদাস চোখে তাকিয়ে দেখেছেন লিটন।

এদিকে লিটনের সঙ্গে ভক্তদের এমন ব্যভার দেখে ক্ষুব্ধ হয়েছিলেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদও জানিয়েছেন অনেকে। প্রতিবাদ জানিয়েছিল লিটনের দল ঢাকা ক্যাপিটালসও।


বিজ্ঞাপন


এদিকে আসরের শুরুর দিকে অফ ফর্মে থাকা লিটন দাস ফর্ম ফিরে পেয়েছেন ঠিকই। আজও তিনি খেলেছেন দুর্দান্ত এক ইনিংস যার সুবাদে আসরে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা। এদিকে কিছু দর্শকের শব্দাঘাত যেমন লিটনকে আহত করেছিল তেমনি ক্ষুদে এক ভক্তের ভালোবাসার বার্তা টাইগার এই ব্যাটারের হৃদয় ছুঁয়ে গেছে।

474587419_1153733829456468_7403515395682982615_n

ক্ষুদে এই ভক্তের প্রতি তাই ভালোবাসার বার্তা দিয়েছেন লিটনও। লিটনকে নিয়ে ক্ষুদে এক ভক্ত প্ল্যাকার্ডে লিখেছিলেন, ‘যদি আপনার জন্য কেউ না থাকে তবে জেনে রাখবেন একমাত্র ভক্ত হিসেবে আমি থাকবো। লিটন কুমার দাস।’ 

Screenshot_2025-01-20_214758


বিজ্ঞাপন


ক্ষুদেভক্তের এমন ভালোবাসা নজর এড়ায়নি লিটনেরও। তাই তো তিনিও পালটা ভালোবাসা জানিয়েছেন। ফেসবুকে এক পোস্টে লিটন লিখেছেন, ‘ক্রিকেটে আমি কতটুকু অর্জন করতে পেরেছি জানি না। কিন্তু এই প্ল্যাকার্ড দেখে আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। পরিবারের বাইরেও আমার যে একজন ভক্ত আছে তা জেনে ভালো লাগছে। আনায়রা, (লিটনের মেয়ে) মনে হচ্ছে তোমার একজন প্রতিযোগী জুটে গেছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর