বিপিএলের এবারের আসর দিয়েই নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে পথচলা শুরু হয়েছে ঢাকা ক্যাপিটালসের। তবে উদ্বোধনী মৌসুম খুব একটা ভালো যাচ্ছে না ঢাকার জন্য। প্রথম ৮ ম্যাচের মধ্যে কেবল ১টিতে জেতা শাকিব খানের দল আজ নিজেদের নবম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে। সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারিয়েছে থিসারা পেরেরার দল।
ঢাকার দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রান করতেই প্রথম ২ উইকেট হারায় সিলেট। জর্জ মান্সি ও জাকির হাসান বিদায় নেওয়ার পর দলটির হাল ধরেন রনি তালুকদার ও অ্যারন জোন্স। এ দুজন মিলে গড়েছিলেন ৮০ রানের জুটি। ৩২ বলে ৩৬ রান করে জোন্স বিদায় নিলেও ফিফটির দেখা পেয়েছেন রনি তালুকদার। তিনি ৪৪ বলে ৬৮ রান করে দলীয় ১২৭ রানে বিদায় নেন।
বিজ্ঞাপন
এরপর ১৩ বলে ২৮ রান করে আউট হন জাকের আলী। পঞ্চম উইকেটে ১৯ বলে ৪২ রানের জুটি গড়ে দলকে জয়ের আশা দেখাচ্ছিলেন আরিফুল হক ও জাকের আলী। তবে জাকের আউট হওয়ায়ভাঙে এ জুটি। এদিকে শেষ ওভারে সিলেটের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান। শেষ ওভারের প্রথম বলে ৬ মারার পর দ্বিতীয় বলে ৪ মেরে জয়ের সমীকরণ সহজ করেছিলেন সামিউল্লাহ শিনওয়ারি। তবে চতুর্থ ও পঞ্চম বলে দুই উইকেট হারানোয় শেষ পর্যন্ত আর জেতা হয়নি সিলেটের।
এদিকে আগে ব্যাট করতে নেমে ঢাকাকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন লিটন দাস। ১৬ বলে ২২ রান করে তানজিদ তামিম আউট হলেও লিটন খেলেছেন ৪৮ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস। এছাড়া শেষ দিকে ১৭ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন থিসারা পেরেরা। তাতেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ পায় ঢাকা।