সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

‘ম্যানইউয়ের ইতিহাসে সবচেয়ে বাজে দল আমরা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

‘ম্যানইউয়ের ইতিহাস সবচেয়ে বাজে দল আমরা’

শক্তিমত্তায় ম্যানইউর চেয়ে খুব বেশি এগিয়ে নেই ব্রাইটন। তবুও ম্যানইউর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সর্বশেষ ৩ ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা। নিজেদের মাঠে হ্যাটট্রিক হার হজমের পাশাপাশি ব্রাইটনের বিপক্ষে সর্বশেষ ৭ ম্যাচের ৬টিতেই হেরেছে ম্যানইউ। রবিবার রাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের কাছে ৩-১ গোলে হেরেছে তারা। 

যেই ওল্ড ট্র্যাফোর্ড, একসময় প্রতিপক্ষের জন্য 'থিয়েটার অফ ড্রিমস' নামে পরিচিত ছিল, এখন নিজেদের দলের জন্যই হতাশার মঞ্চে পরিণত হয়েছে। এই মৌসুমে প্রিমিয়ার লিগে ছয়টি হোম ম্যাচ হারার বিব্রতকর রেকর্ড গড়েছে ইউনাইটেড। ক্লাবটির বর্তমান অবস্থার সবচেয়ে বড় প্রতিফলন দেখা যায় কোচের মন্তব্যে।


বিজ্ঞাপন


হারের পর ম্যানইউ কোচ আমোরি, ‘আমরা হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে বাজে দল। আমি জানি আপনারা শিরোনাম চাইছেন, তাই বলছি। আমাদের এটা স্বীকার করতে হবে এবং পরিবর্তন আনতে হবে। এই নিন, আপনার শিরোনাম।’

তিনি আরও বলেন,‘ম্যানচেস্টার ইউনাইটেডের একজন ভক্তের জন্য এটি কেমন হতে পারে, কল্পনা করুন। আমার জন্য এটি কেমন, কল্পনা করুন। নতুন কোচ এসে আগের কোচের চেয়ে বেশি হারছে। আমি এটা পুরোপুরি জানি।’

চলতি মৌসুমে লিগ টেবিলের ১৩তম অবস্থানে ম্যানইউ। তাতে রেলিগেশন জোন থেকে ১০ পয়েন্ট উপরে আছে তারা। এপ্রসঙ্গে কোচ বলেন, ‘প্রিমিয়ার লিগে ৯টি ম্যাচে আমরা মাত্র দুটি জিতেছি। সবাই প্রত্যাশার নিচে পারফর্ম করছে, যে পরিস্থিতিই হোক না কেন। আমাদের এটা মেনে নিতে হবে এবং পরিবর্তন আনতে হবে। এতগুলো ম্যাচ হারা অগ্রহণযোগ্য, যেকোনো প্রিমিয়ার লিগ ক্লাবের জন্য। ম্যানচেস্টার ইউনাইটেড হলে তা আরও বেশি। এটা খুব কঠিন সময়, তবে আমাদের চালিয়ে যেতে হবে, অন্য কোনো উপায় নেই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর