সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেষমেশ আল হিলাল ছাড়ছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

শেষমেশ আল হিলাল ছাড়ছেন নেইমার!

গত বছরের আগস্টে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। তবে এক বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও সৌদি ক্লাবটির হয়ে এখনও নিজের ঝলক দেখানো হয়ে ওঠেনি ব্রাজিলিয়ান এই ফুটবলারের। হবেই বা কিভাবে, আল হিলালে যোগ দেয়ার পর থেকেই যে তিনি লড়ছেন চোটের সঙ্গে। এ কারণে সৌদি ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে নেমে চোটে পড়েছিলেন নেইমার। হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারণে লম্বা সময়ে মাঠের বাইরে থাকতে হয়েছে। সুস্থ হয়ে মাঠে ফিরেছেন ২০২৪ অক্টবরে, আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বদলি হয়ে মাঠে নেমেছিলেন।


বিজ্ঞাপন


ফেরার পর নেইমার আল হিলালের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন। তবে ম্যাচ শেষ করতে পারেননি তিনি, চোট পেয়ে ওঠে যেতে হয়েছে তাকে। সেই চোটে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাহিরে ছিটকে যেতে হয় তাকে। বারবার চোটে পড়ায় আল হিলালে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছেল আগেই।

চোটে পড়ে মাঠের বাহিরে ব্রাজিল তারকা থাকায় সৌদি প্রো লিগে নেইমারকে নিবন্ধন করা হবে না বলে জানিয়েছেন দলটির কোচ জর্জে জেসুস। ফলে ক্লাবটির হয়ে শুধু এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেই খেলতে পারবেন নেইমার। আর এই সুযোগ কাজে লাগিয়ে নেইমারকে দলে নিতে চায় তার শৈশবের ক্লাব। এমনটায় জানায় দলবদল সম্পর্কিত বিশ্বস্ত ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও এবং ব্রাজিলের বেশ কিছু সূত্র এ সংবাদের নিশ্চয়তা দিয়েছে। 

জানা যায়, ফুটবল দলবদলের বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আল হিলালের কাছে নেইমারের জন্য ধার প্রস্তাব পাঠিয়েছে সান্তোস। এমএলএসের একটি ক্লাবকে প্রতিযোগিতায় হারিয়ে এই সুপারস্টারকে দলে টানার দ্বারপ্রান্তে আছে ব্রাজিলিয়ান ক্লাবাটি। এই চুক্তি সম্পন্ন হলে ছয় মাসের জন্য সান্তোসে যোগ দেবেন নেইমার। আল হিলালের সঙ্গে তার চুক্তির মেয়াদও আছে আর ছয়মাস। অর্থ্যাৎ সৌদি আরবে নেইমারের দুঃস্বপ্নের অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে।

এর আগেও মৌসুম শেষে চুক্তি শেষ হলে সৌদি ক্লাবটি ছেড়ে সান্তোসে পাড়ি জমানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন নেইমার। ২০১৩ সালে ২১ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমানোর আগে ঘরের ক্লাব সান্তোসের হয়ে খেলতেন তিনি। সান্তোসের জার্সিতে ২২৫ ম্যাচে ১৩৬ গোল রয়েছে নেইমারের। দলটির হয়ে জিতেছেন তিনটি লিগ শিরোপা এবং কোপা লিবার্তোদোরেস।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর