বিপিএলের ঢাকা ও সিলেট পর্বের খেলা শেষ হয়েছে। এখন চলছে চট্টগ্রাম পর্বের খেলা। এ পর্বে প্রথম ম্যাচে গত বৃৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল। দুই দলের খেলা চলার সময়ই মাঠে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মুখে পড়তে হয় লিটন দাসকে।
ঢাকার বোলিংয়ের সময় বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন লিটন দাস। এ সময় লিটনের পেছনের গ্যালারিতে থাকা সমর্থকরা তাকে ‘ভুয়া-ভুয়া’ বলে দুয়ো দিতে থাকে। সমর্থকদের এমন প্রতিক্রিয়া দেখে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন লিটন।
বিজ্ঞাপন
লিটনকে ভক্তদের দুয়ো দেওয়া এবং টাইগার এই ক্রিকেটারের নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এমন অবস্থায় অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঢাকা ক্যাপিটালসও।
নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ডগড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা।’
লিটনের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে ঢাকা আরও লিখেছে, ‘আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’
বিজ্ঞাপন
বিপিএলের এবারের আসরে শুরুর দিকের ম্যাচগুলোতে ব্যাট হাতে ছন্দে ছিলেন না লিটন দাস। এ কারণে এক ম্যাচ দলের বাইরেও থাকতে হয় তাকে। তবে ৭৩ ও ১২৫ রানের ইনিংস খেলে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন তিনি। এদিকে ঢাকা ক্যাপিটালস এবারের আসরে এখনো পর্যন্ত জিতেছে কেবল ১ ম্যাচ, ৮ ম্যাচের ৭টি হেরে আছে পয়েন্ট টেবিলের তলানিতে।