সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিপিএলে ম্যাচ জিতে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাকরি ছাড়লেন টাইগারদের সহকারী কোচ

বিপিএলের চট্টগ্রাম পর্বের শুরুর দিনে গতকাল মাঠে নেমেছিল চট্টগ্রাম কিংস। খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটিতে দারুণ এক জয়ও পেয়েছে চট্টগ্রাম। দলকে জেতানোর পথে গতকাল বল হাতে ২ উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। তবে ম্যাচ জিতেই চরম এক দুঃসংবাদ পেয়েছেন বাংলাদেশের এই পেসার।

গতকাল খুলনার বিপক্ষে ম্যাচ জেতার পরই মায়ের মৃত্যুর খবর পেয়েছেন খালেদ। বৃহস্পতিবার রাতে খালেদের মা মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে চিটাগং কিংস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 


বিজ্ঞাপন


খুলনার বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন খালেদ। তবে জয়ের আনন্দ মুহূর্তেই মিলিয়ে যায় মায়ের মৃত্যু সংবাদে।

খালেদের মায়ের মৃত্যুর খবর দিয়ে চিটাগং কিংসের ফেসবুক পেজে বলা হয়, ‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্তরে কবুল করুন।’

খালেদ আহমেদের বাড়ির সিলেটে। কয়েকদিন আগেও সিলেট পর্বের খেলার জন্য সেখানেই ছিলেন খালেদ। তবে চট্টগ্রাম পর্বের শুরুর দিনেই এমন সংবাদ পেলেন তিনি। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেক হয় খালেদের। এখনো পর্যন্ত টাইগারদের হয়ে ১৫ টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন তিনি।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর