অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে ঘুরে দাঁড়িয়ে লিখেছিলেন প্রত্যাবর্তনের গল্প। দ্বিতীয় রাউন্ডে এসে নতুন ইতিহাস গড়েছেন নোভাক। রজার ফেদেরারের রেকর্ড ভেঙে মেজর টুর্নামেন্টে সর্বাধিক একক ম্যাচ খেলার নজির সৃষ্টি করেছেন। এটি ছিল ৩৭ বছর বয়সীর ৪৩০তম ম্যাচ। ফেদেরার খেলেছেন ৪২৯টি। তৃতীয় রাউন্ডে যেতে তিনি কোয়ালিফায়ার জেমি ফারিয়াকে ৬-১, ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন।
এই জয়ের ফলে গ্র্যান্ড স্লামে সর্বাধিক একক ম্যাচ জয়ের কৃতিত্ব এখন জোকোভিচের। আর সেটা নারী-পুরুষ মিলিয়ে দুই বিভাগেই। রেকর্ড গড়ে নিজের প্রতিক্রিয়ায় এই সার্বিয়ান বলেছেন, ‘আমি জিতি কিংবা হারি, সব সময়ই কোর্টে নিজের হৃদয় নিংড়ে খেলি। আরেকটি রেকর্ড গড়তে নিজেকে ভাগ্যবান মনে করছি।’
বিজ্ঞাপন
আরেক ম্যাচে জাপানি প্রতিপক্ষকে শিক্ষা দিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন কার্লোস আলকারেজ। চারটি গ্র্যান্ড স্লাম জেতা এই তারকা গেম খুঁইয়েছেন মাত্র ৫টি! স্প্যানিশ তৃতীয় বাছাই জাপানের ইওশিতো নিশিওকাকে কোনও ছাড় দেননি। মার্গারেট কোর্টে তাকে শিক্ষা দিয়েছেন ৮১ মিনিটের লড়াইয়ে। জিতেছেন ৬-০, ৬-১, ৬-৪ গেমে।
নিজের ম্যাচ নিয়ে তার মূল্যায়ন, ‘গ্র্যান্ড স্লামে কোর্টে যতটা কম সময় ব্যয় করা যাবে, বিশেষ করে শুরুতে, ততটা ভালো হবে সামনে।’
ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন গত বছর জিতলেও অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল পার হতে পারেননি। এবার শিরোপা জিতলে নোভাক জোকোভিচের পর অস্ট্রেলিয়ান ওপেনে সর্বকনিষ্ঠ হিসেবে জয়ের রেকর্ড গড়বেন। সার্বিয়ান তারকা প্রথমবার এখানে জেতেন ২০০৮ সালে।