সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লিটন-তামিমের জোড়া শতকে বিপিএলের রেকর্ডবুকে তোলপাড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

রেকর্ডবুক চুরমার করে লিটন-তামিমের শতকে ইতিহাস  

প্রথম ৬ ম্যাচের ৬টিতে হেরে বাজে সময় কাটাচ্ছিল ঢাকা ক্যাপিটালস। তবে সপ্তম ম্যাচে এসে যেন হুশ ফিরেছে দলটির। দুর্বার রাজশাহীর বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই ব্যাটার লিটন দাস ও তানজিদ হাসান তামিমের শতকে একের পর এক বিপিএল রেকর্ড ভাঙল তারা। একই সঙ্গে গড়েছেন বিপিএলের ইতিহাসে দলীয় স্কোরের রেকর্ড।

তামিম-লিটনের তান্ডবে বিপিএলের ইতিহাসে যত রেকর্ড-  


বিজ্ঞাপন


লিটন-তামিমের শতকে ২৫৪ রানের পুঁজি পেয়েছে ঢাকা। বিপিএলের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি রানের পুঁজি। ঢাকা পেছনে ফেলেছে ২০১৯ সালে রংপুর রাইডার্সের করা ২৩৯ রানের পুঁজিকে। ম্যাচ জিততে হলে বিপিএলের ইতিহাসের রেকর্ড ভাঙতে হবে রাজশাহীকে।

একই সঙ্গে সবশেষ ১২ মাসে বাংলাদেশের হয়ে ৫ ওয়ানডেতে মাত্র ৬ রান করেছেন লিটন দাস। এমন বাজে ফর্মের কারণে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গায় হয়নি ডানহাতি ওপেনারের। জাতীয় দল থেকে বাদ পড়ার দিনেই বিপিএলে ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি। ঝড়ো ব্যাটিংয়ে বিপিএলে প্রথমবারের মতো পেয়েছেন সেঞ্চুরির দেখাও। একই সঙ্গে টাইগার এই উইকটরক্ষক ব্যাটারের টি-টোয়েন্টি ক্যারিয়ারেরে প্রথম শতক। 

শফিউল ইসলামের বলে লং অফ দিয়ে চার মেরে ৪৪ বলে সেঞ্চুরি করেছেন লিটন। সেঞ্চুরি করতে সাতটি ছক্কা ও আটটি চার মেরেছেন ডানহাতি এই ওপেনার। ডানহাতি ওপেনার অপরাজিত ছিলেন ১২৫ রানে। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি এখন তার। এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। 

ইউনিভার্স বস খ্যাত গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটন সমানসংখ্যক বলে করেছেন সেঞ্চুরি। বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে।  


বিজ্ঞাপন


আরেক ওপেনার তানজিদ তামিম আউট হওয়ার আগে খেলেছেন ১০৮ রানের অনবদ্য ইনিংস। যিনি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে একাধিক শতকের রেকর্ড। এছাড়া বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একাধিক শতক রয়েছেন তামিম ইকবালের। তিনিও দুটি শতক করেন। আজ শতক হাকিয়ে তামিমের সঙ্গে ভাগ বসালেন তানজিদ। 

এদিকে তামিম ১০৮ রানে আউট হলে ভেঙেছে লিটনের সঙ্গে ২৪১ রানের জুটি। তাতে বিপিএলের ইতিহাসে এখন লিটন-তামিমের সবচেয়ে বেশি রানের জুটি। তাতে ভেঙেছেন ২০১৭ সালে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের অবিচ্ছিন্ন ২০১ রানের জুটি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর