সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই?— সাকিব প্রসঙ্গে রফিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই?— সাকিব প্রসঙ্গে রফিক

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটারদের তালিকা করলে সাকিব আল হাসানের নাম থাকবে সবার উপরেই। লাল-সবুজের দলের সাবেক এই অধিনায়ক ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে নান রকম প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন। রাজনীতির সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের সঙ্গী হয়েছেন তিনি, এরই মাঝে চোখের সমস্যার কারণেও ভুগতে হয়েছে তাঁকে। আর সবশেষ এসে যোগ হয়েছে বোলিং অ্যাকশনের সমস্যা। 

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার সময় প্রথম সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে। এরপর তাঁকে নিষিদ্ধ করা হয় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে। প্রথমে একবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। সেবার উতরাতে পারেননি। এরপর সম্প্রতি আবারও ভারতের চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন। তবে এবারও ব্যর্থ হয়েছেন সাবেক এই অধিনায়ক। এ কারণে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হারান তিনি।  


বিজ্ঞাপন


এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব না থাকায় হতাশই হয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। সাকিবের বোলিং নিষেধাজ্ঞা নিয়ে রফিক বলেন, ‘আপনি দেখেন সাকিব কত বছর খেলছে বাংলাদেশ দলে। সাকিব তখন দুনিয়ার ভিতরে এক নম্বর প্লেয়ার ছিল। আর এখন চাকিং বলে... তো এতদিন আপনার আইসিসি কী করেছে। এতদিন পর এ কথাটা কেন হল যেটা বলছে। ওটা কিছু না, দেখা যাবে আমাদের সঙ্গে কাজ করলে বা যারা এই টাইপের আছে দুই দিনের ভিতর সমাধান করতে পারব আমরা। এটা কিছু না।’

খেলার সঙ্গে রাজনীতি না মেশানোর প্রত্যাশা করে তিনি আরও বলেন, ‘আপনি এখন কিভাবে নিচ্ছেন সেটা ব্যাপার। যদি মনে করেন যে সাকিবের দরকার তো অবশ্যই দরকার। কারণ সাকিবের মত প্লেয়ার এক যুগে হবে কি না আর সন্দেহ। তো আমার কথা হল রাজনীতিতে জড়ানোতে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা তো রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত, কিন্তু আমার ক্রিকেটে জন্য তো আর এটা না। আমি মনে করি এটা ভবিষ্যতের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই খারাপ।’  

সাকিবের না থাকা দলে হতাশা থাকবে উল্লেখ করে রফিক বলেন, ‘আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই? সাকিব কয়টা বিশ্বকাপ খেলেছে, দেশের কয়টা প্লেয়ার কয়টা খেলেছে। এখন সাকিবকে নিয়ে কেন সমস্যা দাঁড়াচ্ছে। আজকে সাকিব নাই টিমে, কিন্তু হতাশা একটা থাকবেই।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর