সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৭ পরিবর্তন নিয়ে দল ঘোষণা করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

৭ পরিবর্তন নিয়ে দল ঘোষণা করল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে এবারের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র (২০২৩-২৫) শেষ করবে পাকিস্তান। মুলতানে দুই টেস্টের সেই সিরিজকে সামনে রেখে আজ ১৫ সদস্যেরে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দক্ষিণ আফ্রিকায় ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান দল তাদের স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে। যেখানে ৭টি পরিবর্তন আনা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে সুযোগ মিলেছে অধিনায়ক শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল, বাবর আজম, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী ও সালমান আলি আগা। দলে ফিরেছেন আবরার আহমেদ, সাজিদ খান, ইমাম-উল-হক ও মোহাম্মদ হুরাইরার। 


বিজ্ঞাপন


অতিরিক্ত খেলার ক্লান্তির কারণে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার আমের জামাল, মোহাম্মদ আব্বাস, মীর হামজা ও নাসিম শাহকে। ইনজুরি আক্রান্ত হাসিবুল্লাহর জায়গায় ডাক পেয়েছেন আরেক উইকেটকিপার ব্যাটার রোহাইল নাজির। দলে ফিরেছেন মোহাম্মদ আলি আর কাসিফ আলি। বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক। ফর্মের তুঙ্গে থাকা সাইম আয়ুব প্রোটিয়া সিরিজে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন। এখন লন্ডনে চিকিৎসাধীন আছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের দুইটি টেস্টই হবে মুলতানে। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে জানুয়ারির ২৫ তারিখ। 

পাকিস্তান টেস্ট দল- শান মাসুদ, সৌদ শাকিল, আবরার আহমেদ, বাবর আজম, ইমাম উল হক, কামরান গুলাম, কাশিফ আলী, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নুমান আলী, রোহাইল নাজির, সাজিদ খান ও সালমান আলী আগা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর