শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ইফতিখারকে হেলস বললেন, ‘মুরব্বি মুরব্বি...উঁহু উঁহু’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

ইফতিখারকে হেলস বললেন, ‘মুরব্বি মুরব্বি...উঁহু উঁহু’

বিপিএলের এবারের আসরে দুর্দান্ত খেলছে রংপুর রাইডার্স। এখনো টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল রংপুর। শিরোপার লক্ষ্যে দুর্দান্ত গতিতে ছুটে চলছে নুরুল হাসান সোহানরা। এদিকে টানা জয়ের ধারায় থাকা রংপুরের ক্রিকেটাররা মাঠের বাইরেও আছেন দারুণ ফুরফুরে মেজাজে। তারই প্রতিফলন দেখা গেছে রংপুরের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে।

গতকাল প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, অনুশীলনে করছেন অ্যালেক্স হেলস ও ইফতিখার আহমেদ। এ সময় পানি নিতে ইফতিখার হেলসের দিকে আসতেই ইংলিশ এই মারকুটে ব্যাটার বাংলায় বলেন, ‘মুরব্বি মুরব্বি...উঁহুহ উঁহু..!’


বিজ্ঞাপন


হেলসের মুখে এরকম আধো আধো বাংলা ভাষা শুনে যেনো বাংলায় উত্তর দিতে ইচ্ছে হলো ইফতিখারেরও, এ সময় ইফতিখার বললেন, ‘সোনামণি সোনামণি, বসো বসো...!’

Posted by Facebook on Date:

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েক মাস ধরেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই সংলাপ। মূলত মজা করতেই এই সংলাপটি বেশি ব্যবহার করা হয়ে থাকে।

এদিকে প্রিয় দলের দুই বিদেশি ক্রিকেটারের মুখে বাংলা ভাষায় জনপ্রিয় এই সংলাপ শুনে বেশ আমোদিত হয়েছেন সমর্থকরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর