কদিন আগেই শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২৮.৩৩ গড়ে ২৫৫ রান করেছেন রিশব পন্ত। উইকেটরক্ষক এ ব্যাটার সিরিজে ব্যাট হাতে জ্বলে ওঠতে পারেননি। এমনকি তিনি যেভাবে আউট হয়েছেন তা নিয়েও হয়েছে সমালোচনা। মেলবোর্নে প্রথম ইনিংসে দলের বিপদের সময়ে তিনি যে শটে আউট হয়েছেন তা নিয়ে ওঠেছে প্রশ্ন।
ব্যাট হাতে ফর্মে না থাকায় পন্তকে নিয়ে সমালোচনা করেছেন অনেকেই। অনেকেই তাঁকে ধরে খেলার পরামর্শও দিয়েছেন। এদিকে বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথেই অবসর নেয়া রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, পন্থের রক্ষণ খুবই ভাল। চাইলেই তিনি প্রতি ম্যাচে শতরান করতে পারেন। এমনকি ডিফেন্স করতে গিয়ে আউট হলে পন্ত আউট হলে নিজের নাম বদলে ফেলবেন বলেও জানিয়েছেন অশ্বিন।
বিজ্ঞাপন
ভারতের সাবেক এই স্পিনার বলেন, ‘আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিফেন্স করতে গিয়ে পন্তের আউট হওয়া বিরল ঘটনা। ডিফেন্সে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা এখন ও। এখনকার দিনে ডিফেন্সিভ খেলা খুব কঠিন কাজ। পন্ত সেখানে ব্যতিক্রম। ১০ বার ডিফেন্স করতে গিয়ে পন্ত আউট হয়েছে এটা কেউ দেখাতে পারলে আমি নিজের নাম বদলে দেব।’
পন্তকে দিয়ে ভালো করাতে হলে কি করতে হবে সে পরামর্শও দিয়েছেন অশ্বিন। তিনি বলেন, ‘পন্থকে দিয়ে ভাল ব্যাট করাতে হলে ওকে আগেই সেটা স্পষ্ট বলে দিতে হবে। ও প্রচুর রান করেনি মানছি। এমনও নয় যে ও কোনও রানই করেনি। ওর হাতে প্রচুর সময় রয়েছে। এখনও নিজের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটাতে পারেনি ও।’
পন্তের বেশিরভাগ শটই ঝুঁকিপূর্ণ জানিয়ে অশ্বিন আরও বলেন, ‘পন্তের হাতে সব শট রয়েছে — রিভার্স সুইপ, স্লগ সুইপ সব কিছু। তবে ওর সবক’টা শটই খুব ঝুঁকির। পন্তের রক্ষণ যে রকম তাতে ২০০টা বল খেললে প্রতি ম্যাচে শতরান করতে পারে। আমাদের দরকার ভারসাম্য খুঁজে বার করা। ও সেটার সঙ্গে মানিয়ে নিতে পারলে প্রতি ম্যাচে শতরান করতে পারবে।’