শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

তামিমের অবসর ঘোষণার পর যা বললেন মুশফিক-মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

তামিমের অবসর ঘোষণার পর যা বললেন মুশফিক-মাহমুদউল্লাহ

আন্তর্জাতিক ক্রিকেটকে তামিম প্রথমবার বিদায় বলেছিলেন ২০২৩ সালের জুলাইয়ে। নানা নাটকীয়তার পর অবসর ভাঙার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি, আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন দুই ম্যাচ। সেটিও ২০২৩ সালেই। এরপর থেকে আর জাতীয় দলে ছিলেন না তিনি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি আবার দলে ফিরবেন কি না তা নিয়ে চলছিল আলোচনা। এমন সময়ে তামিম জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তিনি। 

গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুকে দেয়া পোস্টে তামিম লিখেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।


বিজ্ঞাপন


তিনি আরো বলেন, অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। 

এদিকে তামিম অবসর ঘোষণার পর দীর্ঘদিনের জাতীয় দল সতীর্থকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিম। মুশফিক ফেসবুকে লিখে, ‘তামিম, তোর অবসরের পর আমি বলতে চাই যে, তোর সমস্ত অর্জন নিয়ে আমি কতটা গর্বিত। দোস্ত, তুই বাংলাদেশ ক্রিকেটের একজন অসাধারণ দূত, বিশ্বমানের ব্যাটসম্যান। দুবাইয়ে আমাদের সেই পার্টনারশিপটা (এশিয়া কাপে) আমি সারাজীবন মনে রাখব।’

ভাঙা হাত নিয়ে তামিমের ব্যাট করার কথা উল্লেখ করে মুশফিক লিখেন, ‘বিশেষ করে তুই যখন ভাঙা আঙুল নিয়ে ব্যাট করছিলি। এটি দেশের প্রতি নিজেকে উজার করে দেওয়া এবং খেলাটির প্রতি তোর আবেগর বহিঃপ্রকাশ। অবসর শুভ হোক দোস্ত। মাঠে তোকে মিস করব। ক্রিকেটের মাধ্যমে তোর মতো একজন অসাধারণ বন্ধু পেয়ে আমি কৃতজ্ঞ।’

এদিকে তামিমকে নিয়ে পোস্ট দিয়েছেন জাতীয় দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহও। তিনি লিখেছেন, ‘তামিম, দীর্ঘ ও চমৎকার আন্তর্জাতিক ক্যারিয়ারে বিস্ময়কর সব অর্জনের জন্য তোকে অনেক অভিনন্দন। তুই অনেক কিছু অর্জন করেছিস এবং বাংলাদেশ দলের জন্য তোর অনেক অবদান। বাংলাদেশ দলের হয়ে আমরা শেষবারের মতো একসঙ্গে ব্যাটিং করে ফেলেছি।’


বিজ্ঞাপন


তিনি আরও লিখেন, ‘তোর সঙ্গে খেলাটা খুব আনন্দের ছিল। মাঠ ও মাঠের বাইরে আমরা অনেককিছু শেয়ার করেছি। আমি তোর সুখী অবসর কামনা করি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তোকে সবসময় মনে থাকবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর