সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল- তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০৯:২৩ এএম

শেয়ার করুন:

২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল- তামিম

২০২৩ সালে আফগানিস্তান সিরিজের মাঝপথে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম ইকবাল। নানা নাটকীয়তার পর আবার অবসরে ভেঙে ফেরার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে এরপর ওয়ানডে বিশ্বকাপে আর খেলা হয়নি তার। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবার লাল-সবুজের জার্সিতে ফিরবেন এমনটা ধারণা করেছিলেন অনেকেই। তবে তা আর হচ্ছে না।

গতকাল রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে তামিম জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় শেষ। তামিম লিখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’


বিজ্ঞাপন


চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তিনি আবার দলে ফিরবেন এমনটা ভেবেছিলেন অনেকেই। এ নিয়ে কদিন ধরে আলোচনাও হচ্ছিল। এসব বিষয়ে তামিম লিখেন, ‘অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’

এদিকে ২০২৩ সালে প্রথম অবসর নেয়ার পর তামিম আবার জাতীয় দলে ফিরলেও ছেড়েছিলেন অধিনায়কত্ব। এরপর বিশ্বকাপেও খেলার কথা ছিল তার। তবে, বিশ্বকাপের আগে আবার তাকে নিয়ে হয় নাটকীয়তা। তাঁকে মিডল অর্ডারে খেলানোর পরিকল্পনা করা হয়েছে, এমন আলোচনাও চাউর হয়েছিল তখন। শেষ পর্যন্ত আর বিশ্বকাপের দলে ছিলেন না তামিম।

২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছিল তা তার জন্য দুঃখজনক জানিয়ে তামিম লিখেন, ‘২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।’  

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর