বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে, দেশের ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটি প্রশ্ন! সাকিব আল হাসানকে কি এবারের বিশ্বমঞ্চে দেখা যাবে? ক্রিকেট পাড়ায় এই তারকা ক্রিকেটারের উপস্থিতি নিয়ে চলছে তুমুল আলোচনা। বরাবরই দেশি ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ বিপিএল। তবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঝলমলে আসরেই নেই দেশের সফলতম ক্রিকেটার সাকিব।
এই মুহুর্তে সাকিব নাম লিখিয়েছেন বুড়োদের লিজেন্ডস লিগে। তার বিপিএলে অনুপস্থিতি নিয়েও চলছে বেশ আলোচনা। এরই মাঝে খারাপ সময় একবারে ঝেকে বসেছে টাইগার এই অলরাউন্ডারের সঙ্গে। যেখানে পা ফেলছেন সেখানেই বিপদ ধরে বসেছে তাকে।
বিজ্ঞাপন
১৭ বছরের ক্যারিয়ারের পড়ন্ত বেলায় প্রশ্ন উঠেছে তার বোলিং অ্যাকশনের অবৈধ নিয়ে। যার জন্য শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন তিনি। যতদিন না পর্যন্ত তার বোলিংয়ে বৈধতা আসে। যার ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়ে শঙ্কা বিসিবি।
এ প্রসঙ্গে আজ সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং। আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কি না এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।'
'এটা আসলে আমরা নির্বাচক মন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এ প্রক্রিয়ার জন্য এভেইলেবল আছেন কি না। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি। যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন। সেটার জন্যও ওয়েট করতে হবে। আমাদেরকে আসলে...হয়তো এভ্রি মিনিট কাউন্টস। হোপফুলি এক দুই দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।'
ফলে সাকিবের বোলিং অ্যাকশনের বৈধতার ওপর ঝুলে আছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের দলে থাকা।

