ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদ জিতলেও ধাক্কা হয়ে আসে ভিনিসিয়াস জুনিয়রের লাল কার্ড। সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করে শেষরক্ষা হয়নি ব্রাজিল তারকার। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ব্রাজিলীয় ফরোয়ার্ডকে।
গত শুক্রবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে উত্তেজনা ছড়ানো ম্যাচে ২-১ গোলে জেতে রিয়াল। জয়-পরাজর ছাপিয়ে বড় ঘটনাটি ছিল ৭৯ মিনিটে। তর্কাতর্কির এক পর্যায়ে ভ্যালেন্সিয়া গোলরক্ষকের গায়ে আঘাত করে বসেন ভিনি। তাতে দুই দলের মাঝে দেখা দেয় উত্তেজনা। শেষপর্যন্ত ভিএআরের সাহায্য নিয়ে থাকেন রেফারি। পরে সরাসরি লাল কার্ড দেখতে হয় রিয়াল তারকাকে।
বিজ্ঞাপন
লাল কার্ড ও রেফারির সাথে এমন আচরণে নিষিদ্ধ হতে চলেছেন ভিনি, এমন আভাস পাওয়া গিয়েছিল আগেই। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধম্যে দুঃখও প্রকাশ করেছিলেন তিনি।
লা লিগায় পরের দুম্যাচে তাকে পাচ্ছে না রিয়াল। লাস পালমাস ও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামতে পারবেন না ভিনি। লা লিগায় নিষিদ্ধ হলেও সুপার কাপে খেলতে বাধা নেই তার। রিয়াদে অনুষ্ঠিত সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে রিয়াল একাদশে থাকছেন ভিনি।