ক্যাচ নিতে গিয়ে দুই সতীর্থের মধ্যে সংঘর্ষে বিগ ব্যাশে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, বেশ কিছুক্ষণ মাঠের মধ্যে নিস্তেজ হয়ে পড়েছিলেন তারা। এরমধ্যে একজনের নাক ভেঙেছে, কাঁধেও পেয়েছেন মারাত্মক আঘাত।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে শুক্রবার মুখোমুখি হয় পার্থ স্কোচার্স ও সিডনি থান্ডার। অপ্টাস স্টেডিয়ামে টসে হেরে ব্যাটে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭৭ রান করে পার্থ। ১৭৮ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সিডনি।
বিজ্ঞাপন
দুর্ঘটনাটি ১৬তম ওভারে। সেসময় বল করছিলেন লোকি ফার্গুসন। ওভারের দ্বিতীয় বল মিডউইকেটে উড়িয়ে মারেন পার্থ ব্যাটার কুপার কোনোলি। ক্যাচ নিতে দৌডে আসতে থাকেন সিডনির ড্যানিয়েল স্যামসের। অন্যদিকে আউটফিল্ড থেকে প্রবল গতিতে দৌড়ে আসতে থাকেন ক্যামেরন ব্যানক্রফট।
বলের কাছে প্রথমে পৌঁছে যান ড্যানিয়েল। ক্যাচ নেন তিনি। সেসময় ব্যানক্রফটের সঙ্গে জোরাল সংঘর্ষ হয় তার। মাটিতে লুটিয়ে পড়েন দুজনেই। মাটিয়ে পড়ে থাকেন বেশ কিছুক্ষণ। ঘটনায় প্রায় ২০ মিনিট বন্ধ রাখা হয় ম্যাচ।
খবরে আসে, ওপেনার ব্যানক্রফটের নাক ভেঙে গেছে, সঙ্গে কাঁধেও ফাটল ধরেছে। তাতে বিগ ব্যাশ থেকে ছিটকে গেছেন ব্যানক্রফট। ড্যানিয়েল কনকাশন সাবধানতার জন্য ছিটকে গেছেন কমপক্ষে ১২ দিনের জন্য। তার মাঠে নামা নির্ভর করছে চিকিৎসক দলের পরামর্শের উপর। ধারণা করা হচ্ছে, ড্যানিয়েলও এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।