ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের তারকা মোহামেদ সালাহ জানিয়েছেন, ইংল্যান্ডের ক্লাবটির সঙ্গে তার সম্ভাব্য চুক্তির ব্যাপারে এখনো কোনো উন্নতি হয়নি। ফলে এ মৌসুমই হতে পারে অল রেডদের জার্সিতে মিশরীয় এ তারকার শেষ।
২০২২ সালে লিভারপুলের সঙ্গে সবশেষ চুক্তি করেছিলেন সালাহ। চলমান চুক্তির শেষ ছয়মাস অবশিষ্ট আছে। এখন চাইলে ইংল্যান্ডের বাইরের ক্লাবগুলোর সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা করতে পারবেন সালাহ।
বিজ্ঞাপন
২০১৭ সালে রোমা থেকে লিভারপুলের যোগ দেয়া সালাহর বয়স এখন ৩২। চলমান মৌসুমে সব প্রতিযোগীতা মিলিয়ে তিনি করেছেন ২০ গোল। তার দুর্দান্ত পারফর্ম্যান্স চলতি মৌসুমে লিগে লিভারপুলকে শীর্ষে রাখতে দারুণ ভূমিকা রেখেছে।
এদিকে লিভারপুলের সঙ্গে তার চুক্তি এগোয়নি বলেই জানিয়েছেন তিনি। ক্লাবটিতে এটাই তার শেষ মৌসুম কি না এমন প্রশ্নের উত্তরে সালাহ বলেন, ‘এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে। আমার চুক্তির শেষ ছয় মাস বাকি আছে কেবল।’
লিভারপুলের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তির কোনো ভবিষ্যৎ নেই বলেও জানিয়েছেন তিনি। সালাহ বলেন, ‘কোনো উন্নতি নেই। চুক্তি থেকে এখনো অনেক দূরে আমরা।’
এদিকে এবার প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা নিয়ে সালাহ বলেন, ‘ক্লাবে এটাই আমার শেষ বছর, তাই এই শহরের জন্য আমি বিশেষ কিছু করতে চাই।’