সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ, সবচেয়ে বেশি হারের রেকর্ডটি হবে কোন দলের?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ, সবচেয়ে বেশি হারের রেকর্ডটি হবে কোন দলের?

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টি দিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে গতকাল দুর্দান্ত এক জয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে লাল-সবুজের দল, আগামীকাল লিটন দাসরা মাঠে নামবেন সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে।

গতকাল ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে পালিত হয়েছে বিজয় দিবস। আর বিজয়ের আনন্দকে বাড়িয়ে দিয়েছিলেন টাইগাররা। কিংসটাউনে ক্যারিবীয়দের ১৪৮ রানের লক্ষ্য দিয়ে ৭ রানে ম্যাচটি জিতে নিয়েছিল লাল-সবুজের দল। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় লিটন দাসের নেতৃত্বে টাইগাররা মাঠে নামবে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে।


বিজ্ঞাপন


এদিকে কিংসটাউনে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বিব্রতকর এক রেকর্ড থেকে আপাতত পরিত্রাণ পেয়েছে। দুই দলের প্রথম ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ডটি ছিল বাংলাদেশের। লাল-সবুজের দল হেরেছে মোট ১০৭টি ম্যাচ।

এদিকে এই রেকর্ডে ১০৬ হার নিয়ে দুই নম্বরেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারায় এখন যৌথভাবে শীর্ষে এ দুই দল। আগামীকালের ম্যাচে যে দলই হারবে, সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডে নাম ওঠবে তাদেরই।

ওয়েস্ট ইন্ডিজ এখনো পর্যন্ত ২১৪টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৯৩টি ম্যাচে, এছাড়া দুইবার সুংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপও জিতেছে দলটি। এদিকে টি-টোয়েন্টিতে বাংলাদেশ মোট ম্যাচ খেলেছে ১৮০টি যার মধ্যে জয় পেয়েছে ৬৯ ম্যাচে। জয়ের হিসাবে তাই এগিয়ে ক্যারিবীয়রাই। এদিকে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ হারার সেঞ্চুরি আছে আরও দুই দলের, এ দুই দল হলো শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর