শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

রোনালদোর ইউনাইটেডকে বাংলাদেশে আনতে চায় বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৯ এএম

শেয়ার করুন:

রোনালদোর ইউনাইটেডকে বাংলাদেশে আনতে চায় বসুন্ধরা কিংস

ইউরোপিয়ান ক্লাবগুলোকে নিয়ে মাতামাতি বাংলাদেশে নতুন কিছু নয়। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মত চায়ের কাপে ঝড় ওঠে ইংলিশ ক্লাব লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটিকে নিয়েও। তবে সব ঠিক থাকলে প্রথমবারের মতো প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানইউ বা লিভারপুল। 

ইউরোপের স্বনামধন্য এই ক্লাবগুলোকে বাংলাদেশে আনার চেষ্টা চালাচ্ছে বসুন্ধরা কিংস। গতকাল নিজেদের অর্থায়নে তৈরি স্টেডিয়াম ‘বসুন্ধরা কিংস অ্যারেনা’ উদ্বোধনকালে এসব বলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ‘বসুন্ধরা কিংস অ্যারেনা’ বাংলাদেশ ফুটবলের ইতিহাসের প্রথম কোন ক্লাবের তৈরি করা নিজস্ব হোম গ্রাউন্ড। এই স্টেডিয়াম উদ্বোধনের মধ্য দিয়ে এক নতুন মাইলফলক স্পর্শ করল এদেশের ফুটবল।


বিজ্ঞাপন


আহমেদ আকবর সোবহান বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি অনেক আনন্দিত যে বসুন্ধরা ক্লাব তাদের নিজস্ব মাঠে ভেন্যু করতে পেরেছে। আসলে এই ভেন্যু করতেই আমাদের ইচ্ছা ছিল প্রথম কিন্তু ভেন্যু করতে করতে আমাদের বিশাল একটা কমপ্লেক্স হয়ে গেছে। আজকে যে কমপ্লেক্সটা হচ্ছে ইউরোপ, আমেরিকা, ব্রাজিল সব জায়গায় এটার খবর চলে গেছে। ইনশাল্লাহ যখন এই কমপ্লেক্সটা হবে এটা ডেফিনেটলি বাংলাদেশের একটা গর্ব করার মত কিছু হবে।’

বাংলাদেশের প্রথম স্পোর্টস কমপ্লেক্স তৈরির খবর এরই মধ্যে পেয়ে গেছে বিশ্বের বড় বড় ক্লাবগুলো। সোবহান আরও বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ আরও বিশ্বের বড় বড় ক্লাবগুলো দে ওয়ান্ট টু বি ফ্র্যাঞ্চাইজ। একাডেমি বিল্ডিং আশা করা যায় এক বছরের ভিতর শেষ হবে। এর আগে হয়ত আমরা ফাইনালাইজ করে ফেলব।’  

Bashundhara-sports-complex-
৩০০ বিঘা জমির উপর প্রায় ১৫০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বসুন্ধরা কিংস কমপ্লেক্স (ছবি-সংগৃহিত)

শুধু ফুটবলকে কেন্দ্র করে তৈরি হচ্ছে না বিশাল এই কমপ্লেক্স। ফুটবলের পাশাপাশি এখানে থাকবে ক্রিকেট, হকি, গলফ খেলার উপযোগী মাঠও। নারী খেলাধূলার গুরুত্ব বিবেচনায় নিয়ে মেয়েদের জন্যও তৈরি করা হচ্ছে একাডেমি। পাশাপাশি ইনডোর তৈরিতেও বাড়তি গুরুত্ব দিচ্ছে কিংস কর্তৃপক্ষ।

এবিষয়ে সোবহান বলেন, ‘ইনডোর একাডেমি যেটা আমরা করছি সেটা আমরা চেষ্টা করছি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব থেকে ফ্র্যাঞ্চাইজ নিতে। আমাদের একাডেমিতে কমপক্ষে ১০০০ ছেলে থাকতে পারবে, তারা খেলা শিখতে পারবে। মেয়েদের জন্যও আমরা একাডেমির ব্যবস্থা রেখেছি।’ 

জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরাও উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। কিংসের মাঠ পছন্দ করেছেন তিনিও। সাংবাদিকদের বলেন, ‘মাঠের অবস্থা বেশ ভাল। পরিবেশটাও দারুণ। এখানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত বোধ করছি।’ 

উল্লেখ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কোন ক্লাবের নিজেদের বানানো হোম গ্রাউন্ড এই বসুন্ধরা কিংস অ্যারেনা। পুরো কমপ্লেক্সটি নির্মিত হচ্ছে ৩০০ বিঘা জমির উপর যাতে খরচ পড়বে প্রায় ১৫০০০ কোটি টাকা। 

এআইএ    

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর