সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের একযুগ পূর্তিতে সাকিবকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস শিশিরের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

বিয়ের একযুগ পূর্তিতে সাকিবকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস শিশিরের

বাংলাদেশের ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান। আজ থেকে ১২ বছর আগে ২০১২ সালের ডিসেম্বর মাসের ১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। ফেসবুকে পরিচয়, এরপর প্রেম যা পরিণতি লাভ করে আজ থেকে এক যুগ আগে।

সাকিব-শিশিরের সুখী দাম্পত্য জীবনের পেরিয়ে গেছে ১২টি বছর। বিবাহের ১২তম বার্ষিকীতে সাকিবকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন শিশির। সেই সঙ্গে দিয়েছেন আবেগঘন বার্তা। সাকিবকে নিয়ে শিশির লিখেছেন, ‘আমি যখন এই পোস্টটি লিখছি, তখন ঘড়িতে ১২টা ১২ বাজে। প্রথম দেখার পর ১২ বছর আগে ১২.১২.১২ তারিখে আমাদের বিয়ে হয়েছিল এবং অসাধারণ এক সংসারজীবনের শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ।’


বিজ্ঞাপন


সাকিবের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে শিশির লিখেন, ‘আমরা হাতে হাত, কাঁধে কাঁধ আর হৃদয়ের বন্ধনে এই পথ চলেছি। আজীবনের জন্য আমরা একে অপরের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে, কখনো অপরকে ছেড়ে যাব না। আমার প্রতি তোমার ভালোবাসা অতুলনীয় এবং আমি প্রতিদিন, সারাদিন তোমাকে ভালোবাসি। নিজেদেরকে ১২ তারিখের শুভেচ্ছা জানাই। আলহামদুলিল্লাহ।’

Posted by Facebook on Date:

ফেসবুকে পরিচয় হওয়ার পর সাকিব-শিশিরের প্রথম দেখা হয় ইংল্যান্ডে, কাউন্টি খেলার সময় হয় তাদের প্রথম দেখা। এরপর প্রেম যা পরিণতিতে গড়ায় ২০১২ সালের ডিসেম্বরের এই দিনে। এই দম্পতির রয়েছে তিনটি সন্তান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর