ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে টাইগাররা। সাদা পোশাকের সিরিজ শেষে এবার রঙিন পোশাকে ক্যারিবীয়দের বিপক্ষে খেলছে লাল-সবুজের দল। এরই মাঝে আইসিসি থেকে সুসংবাদ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজ এখন আছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। তিনি জায়গা করে নিয়েছেন র্যাঙ্কিংয়ের দুইয়ে।
বিজ্ঞাপন
পাকিস্তান সফর থেকে ফেরার পরই মিরাজ বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার কথা জানিয়েছিলেন। সে পথেই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের পর প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের তিনে উঠে আসার পর এবার তিনি জায়গা করে নিলেন দুইয়ে।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হারের সেই ম্যাচে ভালো করতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় এই অলরাউন্ডারই ছিলেন র্যাঙ্কিংয়ের দুইয়ে, তবে তিনি তিনে নেমে যাওয়ায় মিরাজ ওঠে এসেছেন দুইয়ে।
মিরাজের রেটিং পয়েন্ট এখন ২৮৪, তার চেয়ে অশ্বিনের পয়েন্ট ব্যবধান ১। এদিকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাভিন্দ্রা জাদেজা, তার রেটিং পয়েন্ট ৪১৫। সাকিব আল হাসান ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে আছেন চারে।

