বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘রিয়ালের বিপক্ষে কেউ নিজেদের ফেভারিট দাবি করতে পারবে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

এবারের মৌসুমে ঠিক চেনা ছন্দে নেই রিয়াল মাদ্রিদ। গতবারই লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটি এবারের মৌসুমে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারছে না। চ্যাম্পিয়ন্স লিগে লস ব্লাঙ্কোসরা আছে ২৪ নম্বরে। সবশেষ ম্যাচে লিভারপুলের বিপক্ষে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা।

চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমে এখনো পর্যন্ত খেলা ৫ ম্যাচের ৩টিতেই হেরেছে রিয়াল। ৩৬ দলের আসরে ৬ পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে কার্লো আনচেলত্তির শিষ্যরা। পয়েন্ট টেবিলের প্রথম আট দল সরাসরি খেলবে শেষ ষোলোয়, ৯-২৪ত্ম স্থানে থাকা দলগুলোকে খেলতে হবে প্লে অফে।


বিজ্ঞাপন


এদিকে এবারের আসরে বেশ ভালো অবস্থায় আছে আতালান্তা, ৫ ম্যাচ খেলে কোনো ম্যাচেই হারেনি দলটি, জয় পেয়েছে ৩টিতে, ১১ পয়েন্ট নিয়ে আছে তালিকার পাঁচে। আতালান্তা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে রিয়ালের বিপক্ষে। তবে পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে বেশ এগিয়ে থাকলেও নিজেদের এগিয়ে রাখতে চান না আতালান্তার কোচ গাসপেরিনি।

2153588487

তিনি বলেন, 'কোনো দলই কখনও বলতে পারবে না যে, তারা রেয়াল মাদ্রিদের বিপক্ষে ফেভারিট। আমরা পয়েন্ট টেবিলে এগিয়ে আছি বলেই তাদের চেয়ে নিজেদের শ্রেষ্ঠ মনে করা অযৌক্তিক হবে। আমরা বরং আরও সতর্ক থাকব; বিষয়টি কেবলই আনন্দের। আমরা আত্মবিশ্বাসী থাকব এবং আরও ক্ষুধা নিয়ে মাঠে নামব।'

এদিকে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পরবর্তী ম্যাচ রিয়ালের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আসন্ন এই ম্যাচ দিয়েই ভিনিসিয়ুস জুনিয়র চোট কাটিয়ে আবার মাঠে ফিরবেন বলেও ধারণা করা হচ্ছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub