২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা কাটিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপাখরা কাটিয়ে হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপ জয়ের পথে ফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল আলবিসেলেস্তেরা। শিরোপা নির্ধারণি ম্যাচে আলবিসেলেস্তদের বিপক্ষে তুমুল লড়াই করেছে ফরাসিরা, নীল-সাদা জার্সিধারীদের রক্ষণে ত্রাস ছড়িয়েছেন কিলিয়ান এমবাপে, তবে শেষ পর্যন্ত মেসিদের হারিয়ে শিরোপা জিততে পারেনি ফ্রান্স।
এদিকে মেসিদের কাছে ফাইনালে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে না তুলতে পারার কষ্ট বেশ ভুগিয়েছে এমবাপেকে। এমনকি বিশ্বকাপের পর পিএসজির অনুশীলনে গিয়ে যখন মেসিকে দেখেছেন তখনো ফরাসি এই স্ট্রাইকার ফুটবল জাদুকরের উপর ক্ষুব্ধ ছিলেন বলেই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এমবাপে।
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি, তখনো ক্ষুব্ধ ছিলাম। কিন্তু সে বলেছিল, আমি এরই মধ্যে (২০১৮ সালে) এটা জিতেছি এবং এটা ছিল তার পালা। আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম।’
তবে দুজনের মধ্যকার বরফ গলতেও সময় লাগেনি বলেই জানিয়েছেন এমবাপে। তিনি বলেন, ‘কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে, কারণ, মানুষটা মেসি। হাসিঠাট্টার মধ্য দিয়ে আমাদের বরফ গলেছে। কারণ, এর আগে আমরা একটা লড়াইয়ে ছিলাম। সেই ফাইনাল দিয়ে আমরা স্মৃতি তৈরি করেছিলাম। আমার ধারণা, ফাইনালটা আমাদের আরও কাছাকাছি এনেছিল।’
মেসির কাছ থেকে অনেক কিছু শিখেছেন জানিয়ে এমবাপে আরও বলেন, ‘আমি তার কাছ থেকে অনেক শিখেছি। মেসি সবকিছু ভালোভাবে করে। এমন মানুষের কাছ থেকে আপনি সবকিছু শিখতে পারেন। আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, “তুমি এটা কীভাবে করেছ, ওটা কীভাবে করেছ”?’