বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচে পার্থে দুর্দান্ত এক জয় পেয়েছে ভারত। অজিদের হারিয়ে এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে সফরকারীরা। অ্যাডিলেডের এই ম্যাচটি আবার দিবারাত্রির টেস্ট যাতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি জয়সোয়াল-কোহলিরা। অজি পেসারদের তোপে ৬ উইকেট হারিয়ে চাপে রোহিতরা।
অ্যাডিলেডে আজ ম্যাচ শুরুই হয়েছে উইকেট দিয়ে। পার্থে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বলে ০ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন যশ্বসী জয়সোয়াল। সেঞ্চুরি করার পথে স্টার্ককে উসকে দিয়েছিলেন ভারতীয় তরুণ এই ওপেনার, বলেছিলেন, স্টার্ক নাকি তাকে জোরে বল করতে পারেছে না।
বিজ্ঞাপন
প্রথম টেস্টের স্লেজিংয়ের জবাবই যেন দ্বিতীয় টেস্টে এসে দিলেন স্টার্ক। আজ ম্যাচের প্রথম বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে জয়সোয়ালকে কুপোকাত করেন অজি এই পেসার। তার করা বলটি খেলতেই পারেননি জয়সোয়াল, লেগ বিফোর উইকেট হয়ে গোল্ডেন ডাক নিয়ে ফিরেন সাজঘরে।
এদিকে জয়সোয়ায়ল ফেরার পর শুবমান গিলকে নিয়ে দলের হাল ধরেছিলেন লোকেশ রাহুল। এ দুজন মিলে গড়েছিলেন ৬৮ রানের জুটি। দুজনে সাবলীলভাবেই খেলছিলেন। তবে স্টার্ক এ জুটিকেও টিকতে দেননি। দলীয় ৬৯ রানে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন রাহুল, ফেরার আগে তিনি করেন ৩৭ রান। এদিকে রাহুল ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভারত।
শুবমান গিলের সঙ্গী হওয়ার পর ক্রিজে বিরাট কোহলি টিকেছেন কেবল ৮ বল, অভিজ্ঞ এই ব্যাটারকেও স্টিভেন স্মিথের হাতে ক্যাচে পরিণত করেন স্টার্ক, কোহলি আউট হন ৭ রান করে। এরপর কিছুক্ষণ পরই শুবমান গিলও সাজঘরে ফিরেন। দ্রুত উইকেট হারানো ভারত চা বিরতিতে যায় ৪ উইকেটে ৮২ রান নিয়ে।
বিরতির পর ভারত হারিয়েছে আরও ২ উইকেট। অধিনায়ক রোহিত আজ ব্যাত হাতে মাঠে নামেন ৬ নম্বরে, তবে এ পজিশনে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি, আউট হন ২৩ বলে ৩ রান করে, রোহিতকে সাজঘরের পথ দেখান স্কট বোল্যান্ড, গিলকেও আউট করেছিলেন অজি এই পেসারই। এদিকে রোহিত ফেরার পর সাজঘরের পথ ধরেন পন্ত, তিনি প্যাত কামিন্সের বলে মার্নাস লাবুশেনের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন।
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৩৩ রান। ক্রিজে আছেন রবিচন্দ্রন অশ্বিন ও নিতীশ কুমার রেড্ডি।

