বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

জিম্বাবুয়ের কাছে ফের হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পিএম

শেয়ার করুন:

জিম্বাবুয়ের কাছে ফের হারল পাকিস্তান

জিম্বাবুয়ে সফরটা পাকিস্তান শুরুই করেছিল হার দিয়ে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছিল ম্যান ইন গ্রিনরা। এবার জিম্বাবুয়ে সফরটা শেষও হলো হার দিয়েই। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ হেরেছে সালমান আগার নেতৃত্বধীন পাকিস্তান।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নেয় ম্যান ইন গ্রিনরা। ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছিল সফরকারীরা। তবে বুলাওয়েতে শেষ পর্যন্ত জিততে পারেনি সালমান আগারা, আগে ব্যাট করে স্বাগতিকদের ১৩৩ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান, জবাবে ব্যাট করতে নেমে ১ বল হাতে রেখে ২ উইকেটের ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে।


বিজ্ঞাপন


টসে জিতে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে বোলারদের বিপক্ষে আজ সুবিধা করে ওঠতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। দলীয় ৪ রানে সাজঘরে ফিরেন ওমাইর ইউসুফ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি।

পাকিস্তানের হয়ে আজ সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন অধিনায়ক সালমান আগা। তার ৩২ রানের ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১৩২ রান করে পাকিস্তান।

১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা হয়েছিল ভালোই। ৩.১ ওভারেই ৪০ রান করে স্বাগতিকরা। ৪০ রানের উদ্বোধনী জুটি গড়ে আউট হন তাদিওয়াশে মারুমানি। তবে আরেক ওপেনার ব্রায়ান বেনেট আজ জিম্বাবুয়ের জয়ের ভিত গড়ে দেন। দ্বিতীয় উইকেট জুটিতে ডিয়ন মায়ার্সকে নিয়ে তিনি গড়েন ৩৩ রানের জুটি। দলীয় ৭৩ রানে আউট হন বেনেট, ৩৫ বলে ৪৩ রান করে সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৪৩ রানে।

এরপর জিম্বাবুয়ে উইকেট হারায় নিয়মিত বিরতিতে। জয়ের জন্য শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১২ রান, হাতে ছিল ৩ উইকেট। ২০তম ওভারের প্রথম দুই বলেই ১০ রান নেন মাপোসা। তৃতীয় বলে দৌড়ে ১ রান নেয়ার পর চতুর্থ বলে উইকেট হারায় স্বাগতিকরা। তবে পঞ্চম বলে এনগারাভা দৌড়ে ১ রান নিলে জয়ের বন্দরে ভিড়ে জিম্বাবুয়ে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর