২০১২ সালের বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে পথচলা শুরু হয় বিপিএলের। দিনে দিনে কিছুটা রং হারালেও এই লিগ নিয়ে ভক্ত ও ক্রিকেটারদের আগ্রহ থাকে বেশ। চলতি বছরের ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবং ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই মেগাইভেন্টের ১১তম আসর।
বিপিএল আর বির্তক যেন হাত ধরাধরি করে চলে। এবারের এগারতম আসর শুরুর আগেই বির্তকে জড়ালো দেশের ফ্র্যাঞ্চাইজি লীগটি। গত দশটি আসরও সমালোচনা আর বিতর্কের জন্ম দেয় বিভিন্ন ইস্যুতে। এবার শুরুর আগেও তেমনই কাণ্ড ঘটিয়েছে রংপুর রাইডার্সের। গেল বছরের পাওনা অর্থ না পাওয়ার অভিযোগ তুলেছেন ইমরান তাহির, রংপুর রাইডার্সের বিপক্ষে।
বিজ্ঞাপন
বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন ইমরান তাহির। যদিও পুরো মৌসুম খেলতে পারেননি এই প্রোটিয়া লেগ স্পিনার। তবে আজ গ্লোবাল সুপার লিগে সেই রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে তাহির জানালেন, এখনো তার গত আসরের পারিশ্রমিক বকেয়া রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গ্লোবার সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের নেতৃত্ব দিচ্ছেন তাহির। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে টস পর্বে কথা বলতে গিয়ে পুরনো ঘটনা তাদের সমালোচনা করেছে তিনি। চুক্তি অনুযায়ী পুরো অর্থ না পাওয়া নিয়ে তাহির বলেন, ‘ব্যক্তিগতভাবে গায়ানার হয়ে এই ম্যাচটা আরো বেশি করে জিততে চাই। কারণ গত বছর রংপুরের হয়ে বিপিএল খেলেছি, কিন্তু এখনো চুক্তির পুরো টাকাটা বুঝে পাইনি। সব মিলে এব ব্যাপারটিই আমাকে আরো তাঁতিয়ে দিচ্ছে ভালো করতে।’
তাহিরের এমন অভিযোগ রংপুর রাইডার্সের জন্য বিব্রতকরই হওয়ার কথা। এ বিষয়ে এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। এই অভিযোগের প্রভাব অবশ্য রংপুরের খেলায় পড়েনি। গায়ানাকে ১৫ রানে হারিয়েছে তারা। নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলা দলটির এটাই প্রথম জয়। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে যায় তারা।