কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন চলতি মৌসুমের শুরুতে। তবে ক্লাবের জার্সিতে নিজেকে এখনো প্রমাণ করতে পারেননি তিনি। ফরাসি স্ট্রাইকারের পারফর্ম্যান্সে খুশি নয় লস ব্লাঙ্কোসদের সমর্থকরা। এদিকে পারফর্ম্যান্স ভালো না হলেও এমবাপেকে শুরু থেকেই সমর্থন করে যাচ্ছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এমনকি লিভারপুলের পর গতকাল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস করলেও এমবাপের উপর থেকে ভরসা হারাচ্ছেন না এই ইতালিয়ান কোচ।
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে পেনাল্টি নিয়েছিলেন এমবাপে। তবে দুর্বল শটে গোলরক্ষককে পরাস্ত করে জালের ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন তিনি। এরপর লা লিগায় গতকাল আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচেও পেনাল্টি শট নিয়েছিলেন ফরাসি এই তারকা।
বিজ্ঞাপন
আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত হেরেছে রিয়াল। এক সপ্তাহে দুই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় এমবাপেকে নিয়ে চলছে সমালোচনা। তবে ম্যাচ শেষে এমবাপের পেনাল্টি মিস নিয়ে আনচেলত্তি বলেন, ‘তার (এমবাপে) সঙ্গে আমার কথা হয়নি এখনও। খুব কঠিন ও তুমুল লড়াইয়ের এটি ম্যাচ ছিল। সমতায় ফেরার পর মনে হয়েছিল, এখন আমরা নিয়ন্ত্রণ আছি। তবে ছোট ছোট ব্যাপারগুলির খেসারত দিতে হয়েছে আমাদের।’
পেনাল্টি মিস করা নিয়ে কোনো ফুটবলারকে মূল্যায়ন করতে রাজি নন জানিয়ে আনচেলত্তি বলেন, ‘একটি পেনাল্টি কাজে লাগাতে পারিনি আমরা… তবে একটি পেনাল্টিতে ব্যর্থ হওয়া দিয়ে আমি কোনো ফুটবলারকে মূল্যায়ন করি না। পেনাল্টিতে কখনও গোল হয়, কখনও হয় না। অবশ্যই সে বিমর্ষ ও হতাশ। তবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
এমবাপে নিজের সেরা অবস্থায় নেই জানিয়ে রিয়ালের এই কোচ আরও বলেন, ‘অবশ্যই সে তার সেরা অবস্থায় নেই। তবে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় তাকে আমাদের দিতে হবে। সে ১০টি গোল করেছে। অবশ্যই আরও করতে পারে এবং উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে।’
এদিকে লিভারপুলের বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস করার পর লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচে আর স্পটকিক নেননি এমবাপে। সে ম্যাচে পেনাল্টি নিয়ে সফল হয়েছিলেন জুড বেলিংহাম। এবার আবার পেনাল্টি নিয়ে এমবাপে ব্যর্থ হওয়ায় প্রশ্ন ওঠেছে রিয়ালের হয়ে পেনাল্টি কে নেবে তা নিয়ে।’
বিজ্ঞাপন
এ বিষয়ে আনচেলত্তি বলেন, ‘এসবকে (লোকের কথা) আমি পাত্তা দেই না। ফুটবলেরই অংশ সবকিছু। আমার মনে হয়, ওরা দুজন (বেলিংহ্যাম ও এমবাপে) কথা বলেছিল এবং আজকে সে (এমবাপে) দায়িত্বটা নিয়েছিল এবং তা কাজে লাগেনি। তবে ফুটবলে এরকম হতেই পারে।’