মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ঢাকা

নিউজিল্যান্ডের একমাত্র ব্যাটার হিসেবে উইলিয়ামসনের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ১০:৪২ এএম

শেয়ার করুন:

নিউজিল্যান্ডের একমাত্র ব্যাটার হিসেবে উইলিয়ামসনের রেকর্ড

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে ক্রাইস্টচার্চে মুখোমুখি হয়েছে দুই দল। আজ চলছে তৃতীয় দিনের খেলা। ১৫১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে কিউইরা। তবে ডেরিল মিচেলকে নিয়ে দলের হাল ধরেছেন সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। একই সঙ্গে দুর্দান্ত এক মাইলফলকও অতিক্রম করেছেন তিনি।

টেস্ট ক্রিকেটে এর আগে ৯০০০ হাজার রান করার মাইলফলক পেরিয়েছেন ১৮ জন ক্রিকেটার। ১৯তম ব্যাটার হিসেবে আজ এ রেকর্ড গড়েছেন উইলিয়ামসন। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে গাস অ্যাটকিনসনের বলে দারুণ এক পুল শটে ৯ হাজার রান পূরণ করেন কিউইদের সাবেক এই অধিনায়ক।


বিজ্ঞাপন


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ৯ হাজার রানের রেকর্ড ছুঁতে উইলিয়ামসনের প্রয়োজন ছিল ১১৯ রান। ম্যাচের প্রথম ইনিংসে ৯৩ রান করেছিলেন এই কিউই ব্যাটার। দ্বিতীয় ইনিংসে নিজের ২৬তম রান করেই ৯ হাজারি ক্লাবে প্রবেশ করেন উইলিয়ামসন।

এদিকে উইলিয়ামসন টেস্ট ক্রিকেটে ১৯তম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মালিক হলেও নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এ রেকর্ড গড়েছেন তিনি। এর আগে কিউইদের আর কোনো ব্যাটার এ মাইলফলক পেরোতে পারেননি।

ফ্যাব ফোর অর্থাৎ স্টিভ স্মিথ, বিরাট কোহলি, জো রুট এবং উইলিয়ামসন- এ চারজনের মধ্যে উইলিয়ামসনই সবশেষে ৯ হারাজ রানের মাইলফলক অতিক্রম করেছেন। ফ্যাব ফোরের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে এ মাইলফলক পেরিয়েছেন স্মিথ।

এদিকে সবচেয়ে দ্রুততম সময়ে ৯ হাজার রান করার রেকর্ডটি কুমার সাঙ্গাকারার দখলে, তিনি করেছিলেন ১৭২ ইনিংসে। এ তালিকায় দুইয়ে এবং তিনে আছেন যথাক্রমে স্মিথ এবং দ্রাবিড়, তাদের লেগেছে ১৭৪ ইনিংস। এ তালিকায় উইলিয়ামসন আছেন ৮ নম্বরে, তিনি খেলেচঘেন ১৮২ ইনিংস।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর