বিশ্বজয়ের পর র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে আসে লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর থেকে এখনো পর্যন্ত এক নম্বর স্থান ধরে রেখেছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। গতকাল ফিফা প্রকাশিত সবশেষ হালানাগাদকৃত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে থেকেই বছর শেষ করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
চলতি মাসে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে দেশগুলো। বছরের শেষ আন্তর্জাতিক ফুটবল সূচিতে প্রত্যাশিত সাফল্য পায়নি আর্জেন্টিনা। নভেম্বর উইন্ডোতে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হার দেখেছে আর্জেন্টিনা। অবশ্য ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বিশ্বকাপজয়ীরা। তাতে রেটিং পয়েন্ট কমলেও ফিফা র্যাঙ্কিংয়ে সিংহাসন ধরে রেখেছে লিওনেল মেসির দল।
বিজ্ঞাপন
তালিকার শীর্ষ পাঁচে আসেনি পরিবর্তন। ক্রমান্বয়ে সেরা পাঁচে নিজেদের অবস্থানে বহাল আছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল।
একধাপ করে এগিয়ে ছয়ে ক্রিশ্চায়ানো রোনালদোর পর্তুগাল ও সাতে নেদারল্যান্ডস। দুধাপ নেমে আট নম্বরে বেলজিয়াম। নেশনস লিগে সবশেষ দুই ম্যাচেই হেরেছে দলটি। নয়ে বহাল আছে ইতালি এবং একধাপ এগিয়ে ১০এ এসেছে জার্মানি।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। নভেম্বর উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ান তপু বর্মণরা। তাতে ১৮৫ নম্বরে বহাল রয়েছে লাল-সবুজের দল।