রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

পার্থের উইকেট নিয়ে ইরফান– এভাবে আমার বউয়েরও মেজাজ পরিবর্তন হয় না

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

পার্থ উইকেট নিয়ে ইরফান– এভাবে আমার বউয়েরও মেজাজ পরিবর্তন হয় না

অস্ট্রেলিয়া ও ভারতের চার ম্যাচের টেস্ট সিরিজ। যেটির কেতাবি নাম বোর্ডার-গাভাস্কার ট্রফি। ট্রফির লড়াই প্রথম ম্যাচে পার্থে নেমেছে দুই দল। প্রথম দিনে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন দুই দলের বোলাররা। তাদের দাপটে এদিন পতন হয় ১৭টি উইকেট। দ্বিতীয় দিনে যেনো তারা মুদ্রার উল্টো পিল্ট দেখলো ক্রিকেট প্রেমীরা। দ্বিতীয় দিনে উইকেটে পড়েছে মাত্র ৩টি। 

অজিদের এ উইকেটে প্রথম দিনে দাপট দেখিয়েছে দুই দলের বোলাররা। প্রথম দিনে যেই উইকেটে ভারতের ব্যাটসম্যানরা হোঁচট খেয়েছিল সেখানেই দ্বিতীয় ইনিংসে জয়সওয়াল ও লোকেশ রাহুলের অবিচ্ছিন্ন জুটি দলকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে। 


বিজ্ঞাপন


আর তাতে ২০ বছর পর অজিদের ঘরের মাঠে ওপেনিংয়ে শতরান পেরনো রানের জুটি দেখল টিম ইন্ডিয়া। এই দুই জনের ব্যাটে বড় রানের লিডও পায় ম্যান ইন ব্লুরা। এদিকে পার্থে টেস্টে উইকেটের চরিত্র বদল, যা দেখে  সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে রসিকতা করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। 

তিনি একটি ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘যত তাড়াতাড়ি এই পিচ বদলেছে, এতো তাড়াতাড়ি তো আমার বউয়েরও মেজাজ পরিবর্তন হয় না।’ পার্থের পিচের যে পরিবর্তন ঘটেছে তা ছবিতেই বোঝা যাচ্ছিল। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে উইকেটে ঘাসের পরিমান অনেকটাই কমে গিয়েছিল। এই কারণে ব্যাটে বলে ভালো সম্পর্ক করতে পারছিল ব্যাটাররা।

দ্বিতীয় দিনের খেলা শেষে উইকেটের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়া কোচ ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ‘দ্বিতীয় দিন পিচ এত শুকিয়ে যাবে ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম পিচ থেকে কিছুটা সুবিধা পাওয়া যাবে। কিচ্ছু পাওয়া যায়নি। আমরা অবাক হয়েছি। পার্থের পিচ থেকে বোলারেরা সাহায্য পাচ্ছে না, এ দৃশ্যও কোনও দিন দেখব ভাবিনি।’ 


বিজ্ঞাপন


প্রথম দিন অস্ট্রেলিয়ার বোলারদের লাইন ও লেংথের সামনে সমস্যায় পড়েছিল ভারত। গোটা দল ১৫০ রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে সেখানেই ওপেনিং জুটি ১৭২ রান করেছে। বোলারদের দোষ দিচ্ছেন না অজি কোচ। ম্যাকডোনাল্ড বলেন, ‘বোলারেরা প্রথম দিন যে রকম বল করেছিল, দ্বিতীয় দিনও তাই করেছে। ওরা ভেবেছিল পিচ থেকে কিছুটা সুবিধা পাওয়া যাবে। সুইং, স্পিন কিচ্ছু হয়নি। এই ধরনের উইকেটে ভাগ্যের সাহায্য লাগে। সেটা আমরা পাইনি।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর