সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্টার্ককে ছাড়িয়ে আইপিএলে ২৫ কোটির নতুন ইতিহাস গড়তে পারেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ১০:০০ পিএম

শেয়ার করুন:

স্টার্ককে ছাড়িয়ে আইপিএলে ২৫ কোটির নতুন ইতিহাস গড়তে পারেন যারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম মানেই হইচই পড়ে যায়। রাতারাতি বহু আনক্যাপড প্লেয়ার পান কোটিপতির তকমা। একটা দল কোটি টাকার বিনিময়ে যে তরুণ ক্রিকেটারকে কেনে, তাঁর জীবন বদলে যায়। দেশ-বিদেশের এমন বহু ক্রিকেটার রয়েছেন, যাঁরা আইপিএল নিলামে দল পেয়ে রাতারাতি কোটি টাকার মালিক হয়েছেন। এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার মিচেল স্টার্ক। কলকতা নাইট রাইডার্স ২০২৪ সালের নিলামে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছিল। এবার ক্রিকেট মহলে আলোচনা হচ্ছে, ২০২৫ আইপিএলের মেগা নিলামে কেকেআরের তারকা স্টার্কের এই সবচেয়ে দামি প্লেয়ারের রেকর্ড ভেঙে দিতে পারেন!  

আগামীকাল ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম। সেই নিলামে সবচেয়ে বেশি মূল্য উঠতে পারে ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থের। এ বারের আইপিএল রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় দিল্লি ক্যাপিটালস পান্থকে রিটেন করেনি। এরপর দেশটির সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও জানিয়েছিলেন, আইপিএলের মেগা নিলামে কোটি কোটি টাকার বৃষ্টি হতে পারে ঋষভের উপর। দেশের তরুণ উইকেটরক্ষক ব্যাটার পান্থের মধ্যে সেই বারুদ রয়েছে, যা প্রতি টিমই চায়। তাই নিলাম টেবলে তাঁকে নিয়ে যে দড়ি টানাটানি হবে, তা সকলেই একপ্রকার ধরে রেখেছেন। 


বিজ্ঞাপন


এদিকে ঋষভ ছাড়াও আইপিএলের মেগা নিলামে চোখ থাকবে আরও একাধিক ভারতীয় তারকার উপর। তালিকায় শুরুতেই আগের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার। এরপরই রয়েছেন লোকেশ রাহুল, ঈশান কিষাণরা। একাধিক বিদেশি ক্রিকেটার আইপিএল নিলামে ২০ কোটির কাছাকাছি ও বেশি দর পেয়েছেন।

কে স্টার্ককেও উতরে যাবেন। অনেকগুলো নামই সামনে আসছে। স্বাভাবিকভাবেই প্রথমে আসবে নিলামে মার্কি তালিকায় থাকা ক্রিকেটারদের নাম। এবারের নিলামে মার্কি তালিকায় রয়েছেন ১২ জন যাদের ভাগ করা হয়েছে দুই ভাগে। প্রথম সেটে রাখা হয়েছে জশ বাটলার, ঋষভ, শ্রেয়াস আইয়ার, কাগিসো রাবাদা, অর্শদীপ সিং ও মিচেল স্টার্ককে। দ্বিতীয় সেটে রাখা হয়েছে যুজবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজকে।

তাদের প্রত্যেকেরই বিপরীতে চড়া মূল্যে ডাক উঠার সম্ভাবনা আছে। তবে ২৪ কোটি হয়তো একটু বেশিই। স্টার্ককে ছাড়ানোর সম্ভাবনার তালিকা করতে গেলে সংখ্যাটা হয়তো আরও কমে আসবে। চাহাল, অর্শদীপদের পেছনে এত টাকা খরচের সম্ভাবনা কমই। যদিও আইপিএল নিলাম নিয়ম মেনে চলে না, হতে পারে অনেক কিছুই। বাটলারও ২০১৮ সাল থেকে রাজস্থান রয়্যালসে খেলছেন। এবার তিনিও থাকছেন নিলামে। স্ট্রাইক রেট বলুন, টি-টোয়েন্টি ক্রিকেটে তার চাহিদা বলুন সবকিছু বিবেচনাতেই বাটলারের দাম এবার আকাশ ছোঁয়ার কথা। তবে স্টার্ককে কি ছাড়াতে পারবেন তারা। লিভিংস্টোন, মিলার, রাহুলরাও নিলাম টেবিলে অনেকক্ষণ থাকবেন ধরেই নেয়া যায়। 

এদিকে তালিকায় থাকা রাবাদা, গত মৌসুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করা শ্রেয়াস আইয়ারদের চড়া দাম উঠতে পারে। তবে তাদের ২৪ কোটি ৭৫ লাখ রুপিকে ছাড়ানো একটু চ্যালেঞ্জিং হবে। স্টার্ক নিজে কি নিজের রেকর্ড ভাঙবেন? গত মৌসুমে কলকাতার হয়ে ওভারপ্রতি ১০ রানের বেশি খরচ করা স্টার্কের জন্যও কাজটা কঠিন।


বিজ্ঞাপন


বিশেষ এই তালিকার বাইরে থাকা ক্রিকেটাররাও ওই মুহূর্তে রেকর্ড গড়তে পারেন। সে ক্ষেত্রে সবার আগে নাম আসবে গ্লেন ম্যাক্সওয়েলের। গত ৪ মৌসুম ধরে ম্যাক্সওয়েল রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন। এবার আর তাকে ধরে রাখেনি দলটি। আইপিএলে এই অস্ট্রেলিয়ানের চাহিদা সব সময়ই আকাশচুম্বী।শুধু তার নয়, আইপিএলে অস্ট্রেলিয়ানদেরই চাহিদা বেশি। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ১০ ক্রিকেটারের মধ্যে ৪ জনই অজি। গত মৌসুমের নিলামে তো প্রথমে সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়েছিলেন প্যাট কামিন্স। এর কিছু সময় পরই তার ২০ কোটি ৫০ লাখ রুপির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন স্বদেশি স্টার্ক। 

সম্প্রতি ভারত সিরিজে ভালো করা নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসকেও আমলে নিতে হবে। আলোচনায় থাকবেন প্রোটিয়া ফাস্ট বোলার আনরিখ নর্কিয়া এবং কিউই পেসার লকি ফার্গুসনও। তবে অনেক কিছুই নির্ভর করবে দলগুলোর নির্দিষ্ট পরিকল্পনার ওপরে। গত মৌসুমে কামিন্সকে যেমন যে করেই হোক দলে পেতে পেয়েছে হায়দরাবাদ। এবারও তাকে ধরে রেখেছে দলটি। এমন অনেককে নিয়েই বিশেষ বিশেষ পরিকল্পনা করে ফ্র্যাঞ্চাইজিগুলো। অতীতে তেমন ছবি বহুবার দেখা গিয়েছে। এ বার সেই ছবি বদলায় কিনা, তাও নজরে থাকবে ক্রিকেট প্রেমীদের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর