বাবর আজমের পক্ষে কথা বলে বেকায়দায় পড়েছেন ফখর জামান। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও যখন হাসলো না বাবরের ব্যাট তখন সাবেক এই অধিনায়ককে বিশ্রামে পাঠায় পাকিস্তান। পিসিবির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ফখর। দল থেকে তো বাদ পড়েছেনই, জায়গা হয়নি পিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও।
ফখরকে সহসাই যে আবার পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে, এমনটাও ধারণা করা যাচ্ছে না। এদিকে ম্যান ইন গ্রিনদের সাদা বলের ক্রিকেটের নতুন প্রিধান কোচ আকিব জাভেদ জানিয়েছেন, ফিটনেসের কারণেই দলে নেই ফখর।
বিজ্ঞাপন
জিম্বাবুয়ে সফরের আগে সংবাদমসম্মেলনে আকিব জাভেদ বলেন, ‘ফখর জামান ম্যাচ জেতানো খেলোয়াড়। অনেক বছর ধরে সে পাকিস্তানের জার্সিতে পারফর্ম করছে। বর্তমানে ফিটনেস জাতীয় সমস্যায় ভুগছে। পুরোনো ফিটনেস ফেরত পাওয়া মাত্রই নির্বাচক কমিটি দলে নেওয়ার ব্যাপারটি পুনরায় বিবেচনা করবে।’
আবার ফিট হলেই ফখরকে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে জানিয়ে আকিব জাভেদ বলেন, ‘ফখরের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। ফিট হলেই তাকে আবার (পাকিস্তানের হয়ে) খেলতে দেখা যাবে।’
এদিকে পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্যের ব্যাপারে আকিব জাভেদ বলেন, ‘এই দায়িত্ব নেওয়ার প্রাথমিক উদ্দেশ্য হল পাকিস্তান দলের পারফরম্যান্সকে উন্নত করা। অস্ট্রেলিয়া সফরের সময় দেখা ত্রুটিগুলো ঠিক করে আমাদের মূল কাজ হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সম্ভাব্য সেরা ওয়ানডে দল তৈরি করা।’