গুঞ্জন ছিল, জেসন গিলেস্পির পরিবর্তে পাকিস্তানের প্রধান কোচ হবেন আকিব জাবেদ। তবে চাকরি হারাননি গিলেস্পি। তাকে লাল বলের দায়িত্বে রেখে সাবেক পাকিস্তানি পেসারকে সাদা বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তবে তিনি অন্তর্বর্তীকালীন হিসেবে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। স্বল্প সময়ের জন্য দায়িত্ব পেলেও নিজের লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। আপাতত ওয়ানডে ফরম্যাট আর চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দৃষ্টি রাখছেন পাকিস্তানেরর সাবেক এই পেসার।
দায়িত্ব পাওয়ার পর আকিব জাভেদের প্রথম অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে নিজের লক্ষ্য নিয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমার এই মুহূর্তের লক্ষ্য হচ্ছে ওয়ানডে ক্রিকেট। এই ফরম্যাটে সবাই একটা স্থিতিশীল দল দেখতে পাবে। পরিবর্তন আসবে টি-টোয়েন্টি ফরম্যাটেও। জিম্বাবুয়ের বিপক্ষে আমরা নতুনদের সুযোগ দিয়ে দেখতে চাই।’
বিজ্ঞাপন
পাকিস্তানের বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চান বলে তিনি বলেন, ‘এটা আসলে ওদের জন্য একটা বার্তা যে, সুযোগ এসেছে সেটা লুফে নাও। যদি নতুনদের সুযোগ দেওয়া না হয়, তাহলে বেঞ্চের শক্তি কখনও উন্নত হবে না।’
অস্ট্রেলিয়া সফরে ২২ বছর পর ওয়ানডে সিরিজ নিয়ে তার কথা, ‘অস্ট্রেলিয়া সফর সহজ ছিল না। দল যখন গেলো, আমরা যদি বলতাম যে সিরিজ জিতবো, তাহলে লোকজন সেটা বিশ্বাসই করতো না। নতুন অধিনায়ক রিজওয়ানের অধীনে আমরা সেটা প্রমাণ করতে পেরেছি ২২ বছর পর। টি-টোয়েন্টিতেও সুযোগ ছিল। কিন্তু সুযোগ হাতছাড়া জয় সম্ভব হয় না।’
পাকিস্তানের জিম্বাবুয়ে সফর শুরু হবে ২৪ নভেম্বর। তার পর ১ ডিসেম্বর শুরু টি-টোয়েন্টি সিরিজ।