শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

আইপিএলের মেগা নিলাম ভনের কাছে যে কারণে হাস্যকর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

আইপিএলের মেগা নিলাম ভনের কাছে যে কারণে হাস্যকর

আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকটি সিরিজ চলমান রয়েছে। তবে ক্রিকেটপ্রেমীদের বেশি আগ্রহ আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহ্যবাহী এ সিরিজে মাঠে নামবে ভারত। এদিকে আরও একটি বিষয় নিয়ে দর্শকদের আছে তুমুল আগ্রহ, সেটি আইপিএলের মেগা নিলাম নিয়ে।

এবার আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের দলে নেয়ার এ নিলাম। আইপিএল নিয়ে যেমন বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের নিয়ে তুমুল আগ্রহ তেমনি এর নিলাম দেখতেও মুখিয়ে থাকেন অনেকেই।


বিজ্ঞাপন


২০২৪ সালের আইপিএলের আগে অনুষ্ঠিত হয়েছিল মিনি নিলাম, সেই নিলাম দেখতেই মুখিয়ে ছিলেন অনেক দর্শক, আর এবার হবে মেগা নিলাম। রিশব পন্ত, শ্রেয়াস আইয়্যার, লোকেশ রাহুলসহ আরও অনেক তারকা ক্রিকেটার নাম লিখিয়েছেন এবারের নিলামে। আগামী তিন বছরের জন্য স্কোয়াড গড়বে দলগুলো, তাই এবারের নিলামে থাকবে টানটান উত্তেজনা।

এদিকে দর্শকদের মতো ক্রিকেটাররাও আইপিএলের নিলাম নিয়ে মুখিয়ে থাকেন। কোন দলের হয়ে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন তা জানতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন তারাও। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভনও এ বিষয় নিয়েই কথা বলেছেন।

আগামীকাল থেকে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। পার্থে মাঠে নামবে দুই দল। তবে পার্থ টেস্ট চলমান থাকবে এমন সময়ে কেনো আইপিএলের মেগা নিলামের সময় নির্ধারণ করা হয়েছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন মাইকেল ভন। ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ চলার সময় চাপে থাকবেন, এমন সময়ে নিলাম হলে তা ক্রিকেটারদের মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে।

ভন বলেন, ‘(বোর্ডার-গাভাস্কার ট্রফির) প্রথম টেস্টের মাঝপথে তারা আইপিএলের নিলাম আয়োজন করেছে, আমি এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারছি না। আমার মতে, এটা হাস্যকর।প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে ৯ দিনের একটি বিরতি আছে। যখন আপনি জানেন যে, টেস্ট ম্যাচ খেলার কারণে ক্রিকেটাররা চাপে থাকবে, তখন কেন এটি করতে হবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর