আগামী ২২ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পুর্ণাঙ্গ সিরিজ। যেখানে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি। এই সিরিজের ওয়ানডে ফরম্যাটেই দেখা যাবে সাকিব আল হাসানকে। নিশ্চিত করেছেন টাইগার এই অলরাউন্ডার নিজেই।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই নতুন মিশনে নেমে পড়ছে বাংলাদেশ। এবারের মিশন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মিরাজ-হৃদয়রা। দুই টেস্টের সিরিজ দিয়ে আগামী ২২ নভেম্বর শুরু হবে এই সফরে মাঠের খেলা। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এদিকে উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশের জার্সিতে ফিরছনে টাইগার অলরাউন্ডার সাকিব আল হসান। সংবাদমাধ্যমে সাকিব নিজেই তা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আজ থেকে পর্দা উঠবে আবুধাবি টি-টেনের অষ্টম আসর, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। আবুধাবি টি-টেনে বিশ্ব ক্রিকেটের অনেক বড় বড় নাম থাকলেও বাংলাদেশে বাড়তি জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশী মালিকানায় থাকা দল বাংলা টাইগার্স। শুধু তাই নয়, এই দলে যে এবারও আছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সঙ্গে এবার যুক্ত হয়েছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার।
আবুধাবি টি-টেনের অষ্টম আসর শুরুর আগের দিন গতকাল ১০ দলের অধিনায়ক নিয়ে হয় আয়োজন। সেখানেই সাকিব গণমাধ্যমের মুখোমুখি হলে প্রশ্ন আসে বাংলাদেশের জার্সিতে কবে ফিরছেন। টাইগার অলরাউন্ডারের হাস্যোজ্জ্বল জবাব, 'এই টুর্নামেন্টের পরেই!'
এরপরই সাকিবের কাছে জানতে চাওয়া হয়- চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসরে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারকে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে কিনা। এর উত্তরে সাকিব জানান, এখন তার পুরো ফোকাস আবুধাবি টি-টেনকে কেন্দ্র করেই।
আজ থেকে শুরু হবে আবুধাবি টি-টেনের অষ্টম আসর। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। পাঁচবার এই টুর্নামেন্টে খেলে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা টাইগার্স। ১০ দলের আসরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।