আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই নতুন মিশনে নেমে পড়ছে বাংলাদেশ। এবারের মিশন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মিরাজ-হৃদয়রা। দুই টেস্টের সিরিজ দিয়ে আগামী ২২ নভেম্বর শুরু হবে এই সফরে মাঠের খেলা। এই সিরিজে মাঠের লড়াই বেশ জমবে বলে আশা করেছেন উইন্ডিজ কোচ আন্দ্রে কোলে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট শুরুর আগে এক সাক্ষাৎকারে কোলে বলেন, ‘(বাংলাদেশ সিরিজ) অনেক গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা সিরিজটা হতাশাজনক ছিল। আমাদের সামনে সুযোগ ছিল সেখানে ভালো করার। তবে আমরা তা করতে পারিনি। বাংলাদেশ সিরিজের সুযোগটা আমাদের জন্য দারুণ এক্সাইটিং এবং চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। ফলে এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখানে জেতাটা বিশেষ করে হোম কন্ডিশনে। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে (বাড়তি আত্মবিশ্বাস দিবে)। শেষ ৪টি টেস্ট ম্যাচ বাকি আছে। অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের জন্য, এখানে ভালো করে সিরিজ জিতে ভালো মোমেন্টাম তৈরি করা।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘আসলে প্রতিটি সুযোগই আলাদা আলাদা। এখানে আমাদের কিছু প্লেয়ার রয়েছে যারা কিনা হোম এন্ড এওয়েতে বাংলাদেশের বিপক্ষে খেলেছে। তারা সফলও হয়েছে। ওয়ানডেতেও। প্লেয়াররা সবাই সবাইকে চেনে। এখানে কিছু নতুন প্লেয়ারও রয়েছে যারা কিনা আগে তাদের বিপক্ষে খেলেনি। ফলে সিনিয়র প্লেয়ারদের পাশাপাশি তরুণ প্লেয়ারদের জন্যও সুযোগ তাদের সামর্থ্য কী তা দেখানোর। ভালো খেলার। যারা গত দেড় বছর ধরে ভালো করছে। সাথে এই বছরটাও ভালোভাবে শেষ করার লক্ষ্য থাকবে।’
অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট জ্যামাইকা শুরু। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের।