প্রথম ম্যাচে আলি ফাসিরের একমাত্র গোলে মালদ্বীপের কাছে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও গোলে দেখা পান ফাসির। তার গোলে আরও একবার পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে প্রথমার্ধের শেষ দিকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান মজিবুর রহমান জনি। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে পাপন সিংয়ের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। দলের এমন জয়ের পর প্রতিক্রিয়া দিতে এসে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ক্ষোভ উগরে দিলেন একই সঙ্গে স্বস্তির নিশ্বাসও ফেলেছেন।
ম্যাচ শেষে কাবরে বলেন, ‘প্রথম ম্যাচে আমরা যে মনোভাব নিয়ে খেলতে নেমেছিলাম, আমি মনে করি দ্বিতীয় ম্যাচেও আমাদের মনোভাবে খুব বেশি পার্থক্য ছিল না। একই পরিকল্পনা, আক্রমণে যাওয়ার উপায় একই ছিল। শুরুতে আমরা একটু ভুগেছি, চাপের মুখে প্রাণশক্তির একটু কমতি ছিল। যেটা প্রথম ম্যাচেও ঘটেছিল। কিন্তু তারপরও আমরা একইভাবে আক্রমণ করেছি, দ্বিতীয়ার্ধে ছেলেরা তাদের জাত চিনিয়েছে। এখানে যারা আছে, তারা কেউ বিশ্বাস করেনি (দল জিতবে), প্রথম ম্যাচের পর তারা সমালোচনা করেছিল, কিন্তু আমরা সবাই বিশ্বাস করেছিলাম, আমরা জিতবো।’
বিজ্ঞাপন
মালদ্বীপের সঙ্গে পার্থক্য করতে গিয়ে কোচ বলেন, ‘আপনারা প্রথম ম্যাচে আমাদের চমৎকার ফুটবল দেখেননি? আমার মনে হয়, এই ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে আমরা আরও বেশি ভালো খেলেছিলাম। আজকের চেয়ে সেদিন বেশি সুযোগ তৈরি করেছিলাম। সেই একই মনোভাব, প্রাণশক্তি, মানসিকতা নিয়েই আমরা নেমেছিলাম। আপনারা শুধু এই দলের সমালোচনা করতে চান, যেটা পুরোপুরি অন্যায়।’
জয়টা যে স্বস্তির সেটাও বললেন কাবরেরা, ‘অবশ্যই এটা স্বস্তির। প্রথম ম্যাচও আমরা জিততে পারতাম। অবশ্যই এটা স্বস্তির। দলের সবাই জিততে চেয়েছিল। জয়ের প্রয়োজন ছিল আমাদের। আমরা জানতাম, এই ছেলেদের নিয়ে আমরা জিততে পারবো।’

