দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে গতকাল মাঠে নেমেছিল ভারত। সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচ জিতে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল সূর্যকুমার যাদবের দল। প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে কাল মহাপ্রলয় চালিয়েছেন সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা। এ দুজনের জোড়া সেঞ্চুরিতে ২৮৩ রানের সংগ্রহ গড়ে ১৩৫ রানের জয় পেয়েছে সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানোর রাতে গতকাল ইতিহাস গড়েছেন স্যামসন ও তিলক। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক শতক হাকিয়েছিলেন স্যামসন। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও তিনি ৪৭ বলে সেঞ্চুরি করেন যা ছিল ভারতীয় ব্যাটার হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি। একই সঙ্গে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টানা দুই টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার রেকর্ড।
বিজ্ঞাপন
সিরিজের এরপরের দুই ম্যাচে স্যামসন আউট হয়েছেন ০ রানে। সেই ক্ষতি পুষিয়ে দেয়ার ইচ্ছা নিয়েই যেন গতকাল মাঠে নেমেছিলেন তিনি। ২৮ বলে ফিফটি করা স্যামসন গতকাল সেঞ্চুরি করেছেন ৫১ বলে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১০৯ রানে। ৫৬ বলে ৯ ছয় আর ৬ চারে ১০৯ রানের ইনিংস খেলে একমাত্র ক্রিকেটার হিসেবে রেকর্ডও গড়েছেন স্যামসন।
টি–টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৩টি সেঞ্চুরি করেছেন স্যামসন। এর আগে আর কোনো ব্যাটার এ রেকর্ড গড়তে পারেননি। একই সঙ্গে ভারতের হয়ে সবথেকে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরি করার যৌথ রেকর্ডে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের সঙ্গে নাম লিখিয়েছেন এই ওপেনার।
এদিকে স্যামসনের রেকর্ডের ম্যাচে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিলক ভার্মা। এর আগে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে জেতানোর পথে তিনি করেছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

