ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই দারুণ জয় পেয়েছিল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর গতকাল ইংলিশরা মাঠে নেমেছিল সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষ্যে। ওদিকে সিরিজ বাঁচাতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ক্যারিবীয়দের। এমন ম্যাচে খেলতে নেমে অবশ্য নিজেদের সেরাটা দিতে পারেনি স্বাগতিকরা।
আগে ব্যাট করতে নেমে গতকালের ম্যাচে ব্যাটিং বিপর্যয়েই পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৩৭ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ক্যারিবীয়রা। শেষদিকে বিপর্যয় থেকে দলকে বাঁচিয়েছেন অধিনায়ক রোভম্যান পাওয়েল, তাকে সঙ্গে দিয়েছেন রোমারিও শেফার্ড।
বিজ্ঞাপন
সাকিব মাহমুদ, জেইমি ওভারটনদের বোলিং তোপে দ্রুত উইকেট হারানো দলের হাল ধরেন পাওয়েল। শেফার্ডের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন তিনি। তার ৪১ বলে ৫৪ এবং শেফার্ডের ৩০ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ গড়ে ক্যারিবীয়রা।
লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডও সুবিধা করে ওঠতে পারেনি। ৩৭ রানেই ৩ উইকেট হারায় ইংলিশরা। তবে ফিল সল্ট, জশ বাটলাররা দ্রুত ফিরলেও দলের হাল ধরেছিলেন স্যাম কারান লিয়াম লিভিংস্টোন। উইল জ্যাকসের সঙ্গে ৩৮ রানের জুটি গড়া কারান লিভিংস্টনের সঙ্গে গড়েন ৩৯ রানের জুটি।
দলকে জেতাতে এ দিন ২৬ বলে ৪১ রানের ঝড় ইনিংস খেলেছেন কারান, ৪১ রান করে কারান ফেরার পর লিভিংস্টোনও আউট হন ৩৯ রানে। তবে এ দুজনের জুটির সুবাদেই ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা, ৩ উইকেটের জয়ে নিশ্চিত হয় সিরিজ।

