বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বাছাইপর্বে টেবিলে এখনও শীর্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে গত মাসে সর্বশেষ ম্যাচে গোলোৎসব করে জিতেছিল আর্জেন্টিনা। বলিভিয়াকে হারিয়েছিল ৬-০ গোলে। সেই ধারবাহিকতা নিয়ে চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আকাশি-নীলদের প্রতিপক্ষ প্যারাগুয়ে ও পেরু। এই ম্যাচ দুইটিতে লিওনেল স্কালোনির শিষ্যরা জয়ের দেখা পেলে ২০২৬ বিশ্বকাপ খেলার টিকিট কাটতে পারে।
লাতিন অঞ্চলের বাছাইপর্বে এ পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়া ১৯ ও উরুগুয়ে ও ব্রাজিল সমান ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে। তবে গোল ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। চারে রয়েছে ব্রাজিল। পাঁচে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১৩। ফলে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে যদি জিতে তাহলে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকবে আকাশি-নীলরা।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে পয়েন্ট তালিকার সাতে থাকা বলিভিয়া যদি এ সপ্তাহে দুটি ম্যাচই হেরে যায়, তবে আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে জিতলেই তাদের যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার টিকিট টিকিট নিশ্চিত হয়ে যাবে। এদিকে এই মাসে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ব্রাজিলের। বর্তমানে সেলেসাওরা পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে ১৬ পয়েন্ট নিয়ে।
এই মাসে ব্রাজিল ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে। এই দুটি ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার দুই নম্বরে ওঠার সম্ভাবনা রয়েছে। তাদের প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে এবং তাদের প্রথম ম্যাচ হবে কলম্বিয়ার বিপক্ষে, যারা বর্তমানে দ্বিতীয় স্থানে আছে ১৯ পয়েন্ট নিয়ে।
দক্ষিণ আমেরিকা মহাদেশের বাছাই পর্ব থাকছে আগের মতোই। ১০ দলের মধ্যে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। পয়েন্ট তালিকার সপ্তম দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে।

