সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিপিএলের সূচি ঘোষণা করল বিসিবি, এক নজরে জেনে নিন কবে ও কোথায় ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

2025 bpl Fixture

২০১২ সালের বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে পথচলা শুরু হয় বিপিএলের। দিনে দিনে কিছুটা রং হারালেও এই লিগ নিয়ে ভক্ত ও ক্রিকেটারদের আগ্রহ থাকে বেশ। চলতি বছরের ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবং ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই মেগাইভেন্টের ১১তম আসর। আসন্ন বিপিএল ঘিরে বড় পরিসরে পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারের বিপিএলের সূচি ঘোষণা করে। সাত দলের অংশগ্রহণে এবারের আসরে ফাইনালসহ মোট ম্যাচ হবে ৪৬টি।

বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিপিএলের। একই দিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হবে ১ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস মাঠে নামবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- বিপিএলে যেসব চমক থাকছে, জানালেন বিসিবি সভাপতি
আরও পড়ুন- ছেলে থেকে মেয়ে হলেন সাবেক ভারতীয় ক্রিকেটারের পুত্র

গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচই হবে মিরপুরে। এরপর বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। সেখানে গ্রুপ পর্বের পরের ১২ ম্যাচ। সিলেট পর্বের ম্যাচগুলো হবে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। এরপর চট্টগ্রামে যাবে  বিপিএলের আয়োজন। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

2025_bpl_Fixtureএরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানিয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব খেলাই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এলিমিনেটর অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি দুপুরে। একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২ দিনের বিরতি দিয়ে ৬ ফেব্রুয়ারি। সেরা দুই দলকে নিয়ে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

আরও পড়ুন- ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধের আহ্বান বিপিএল কর্তৃপক্ষকে 
আরও পড়ুন- গতি কিনতে পাওয়া যায় না- নাহিদ রানাকে নিয়ে বললেন সিমন্স


বিজ্ঞাপন


বিসিবির দেওয়া একটি ভিডিওতে ফারুক আহমেদ জানান ফিক্সচার এমনভাবে সাজানো হচ্ছে, যাতে সবকিছুর ভারসাম্য থাকে। ‘আসলে প্রতিবারই যখন ফিক্সচার করি ক্রিকেট বোর্ড থেকে, কোনো না কোনো ব্যাপারে আলাপ-আলোচনা হয়। যে কারণে আমরা সবদিক বিবেচনা করেছি। এটি লম্বা একটি টুর্নামেন্ট। কারও কারও ব্যাক টু ব্যাক (টানা ম্যাচ) খেলতে হয়, ট্রাভেলিংয়ের ব্যাপার আছে, ডে-নাইট ম্যাচ হয়—অনেক জিনিস আমাদের মেলাতে হয়।’

‘আমি বলব, এবারের বিপিএলের ফিক্সচার আমরা বেশ চমৎকারভাবে সাজিয়েছি। এবারের ফিক্সচার মোটামুটি সবগুলো দলের একইরকম। ব্যাক টু ম্যাচ সবার প্রায় সমান। কারও তিনটা, কারও দুইটা। এমন নয় যে কারও পাঁচটা, কারও একটা, এরকম করিনি। ১৫ জানুয়ারি পর্যন্ত সব দল সর্বনিম্ন চার ম্যাচ, সর্বোচ্চ সাত ম্যাচ খেলবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর