এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই ব্যর্থতাপ ছাপ পড়লো চ্যাম্পিয়ন্স লিগেও। ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েও ৩-১ গোলে উড়ে যায় লস ব্লাঙ্কোসরা। টানা হারের পর রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ালো গোল উৎসব করে। আজ লা লিগায় পয়েন্ট টেবিলের নিচে থাকা ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে কার্ল আনচেলত্তির দল।
আত্মবিশ্বাস ফেরাতে ওসাসুনার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। দলের প্রাণভোমরা ভিনিসিউয়ুসের নৈপুণ্যে জয়ে ফিরলো তারা। এনিয়ে চলতি মৌসুমে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন ভিনিসিয়ুস। গত মাসে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে তিনবার জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধে দুই গোল করে রিয়াল। ৩৪ মিনিটে ভিনিসিয়ুসকে দিয়ে প্রথম গোল করানোর আট মিনিট পর জাল কাঁপান বেলিংহাম।
বিজ্ঞাপন
বিরতির তিন মিনিট আগে ইংলিশ মিডফিল্ডার রাউলের থ্রু বল থেকে বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষক সার্জিও হেরেরার মাথার ওপর দিয়ে জালে ঠেলে দেন। দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব্যবধানে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনি। ৬১তম মিনিটে সতীর্থ কিপার আন্দ্রে লুনিনের কাছ থেকে ফাস্ট ব্রেকে বল পেয়ে ৩-০ করেন ব্রাজিলিয়ান তারকা।
ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে ৬৯তম মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। শেষ পর্যন্ত আর গোল না হলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্ল আনচেলত্তির দল
এই জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট রিয়ালের। সমান ম্যাচ খেলা বার্সার (৩৩) চেয়ে ৬ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।